India Team: হাতে কালো ব‍্যান্ড বেঁধে প্রয়াত লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা টিম ইন্ডিয়ার

টিম ইন্ডিয়ার অত্যন্ত বড় সমর্থক ছিলেন লতা। নিয়মিত খেলা দেখার পাশাপাশি খেলার খোঁজখবরও রাখতেন তিনি।

আজ আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) ভারত-ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies 1st ODI) তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচে খেলতে নেমে দু’দল। মাঠে নেমে প্রয়াত লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) প্রতি শ্রদ্ধাঞ্জাপন টিম ইন্ডিয়ার। হাতে কালো ব‍্যান্ড বেঁধে মাঠে নামলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা।

এদিন সুরসম্রাজ্ঞীর শ্রদ্ধায় মোতেরায় রোহিত শর্মা অ্যান্ড কোং হাতে কালো ব্যান্ড বেঁধেই মাঠে নামেন। পাশাপাশি ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতাও পালন করা হয়  কিংবদন্তি গায়িকার জন‍্য। বরাবরই ক্রিকেটের ভক্ত ছিলেন লতা মঙ্গেশকর। টিম ইন্ডিয়ার অত্যন্ত বড় সমর্থক ছিলেন লতা। নিয়মিত খেলা দেখার পাশাপাশি খেলার খোঁজখবরও রাখতেন তিনি। এবং দলের জয়ে টুইটও করতেন লতা মঙ্গেশকর।

আরও পড়ুন:Lata Mangeshkar: কিংবদন্তি লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোকের ছায়া ক্রীড়ামহলে, শোকজ্ঞাপন সৌরভ, বিরাট, মিতালি রাজদের

Previous articleAntara Reaction: “সলিলদার গান আমার মতো ভালো কেউ গাইতে পারবে না” মজা করে বলেছিলেন লতাজি
Next articleLata mangeshkar- Hasina : লতা মঙ্গেশকরের প্রয়াণে শোক বার্তা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার