ধাক্কা সামলে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ১৭৩৬ পয়েন্ট বৃদ্ধি সেনসেক্সের

🔹সেনসেক্স ৫৮,১৪৩.০৫ (⬆️ ৩.০৮%)

🔹নিফটি ১৭,৩৫২.৪৫ (⬆️ ৩.০৩%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। যদিও বাজেট ঘোষণার পর সামান্য ঊর্ধ্বমুখী হলেও বড়সড় ধাক্কা খায় শেয়ারবাজার সে ধাক্কা সামলে এদিন ফের ঊর্ধ্বমুখী হল দালাল স্ট্রিট। মঙ্গলবার ১৭৩৬ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ৫০৯ পয়েন্ট।

গতকালে ধাক্কা সামলে মঙ্গলবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় অতীতের ধাক্কা সামলে ১১৩৬ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ১১৩৬.২১ পয়েন্ট বা ৩.০৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৮,১৪৩.০৫। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি ৫০৯.৬৫ পয়েন্ট বা ৩.০৩ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৭,৩৫২.৪৫।

Previous articleWar: সম্মুখে সমর! ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরাচ্ছে নয়াদিল্লি
Next articleরাজপুর-সোনারপুর পৌরসভায় উন্নয়নের বার্তাকে হাতিয়ার করে জয়ের অঙ্গীকার তৃণমূলের