ফের ধাক্কা খেলো শেয়ারবাজার, ১৪৫ পয়েন্ট নামল সেনসেক্স

🔹সেনসেক্স ৫৭,৯৯৬.৬৮ (⬇️ -০.২৫%)

🔹নিফটি ১৭,৩২২.৩০ (⬇️ -০.১৭%)

দেশজুড়ে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেও অর্থনীতিকে আশার আলো দেখিয়ে ৬১ হাজারের গণ্ডি পার করেছিল শেয়ারবাজার। তবে সে সুখের সময় দীর্ঘস্থায়ী হয়নি। লাগাতার ধাক্কার খেয়ে বাজেট ঘোষণার পর বাজার কিছুটা সুখের মুখ দেখলেও লাগাতার ধাক্কা খাচ্ছে শেয়ারবাজার। বুধবার বাজার খোলার পর সামান্য ঊর্ধ্বমুখী হলেও দিনের শেষে ১৪৫ পয়েন্ট নেমেছে সেনসেক্সের সূচক। ৩০ পয়েন্ট নেমেছে নিফটিরও। যদিও এই পরিস্থিতি সামলে শেয়ারবাজার ফের ঘুরে দাঁড়াবে বলে আশা রাখছেন বিশেষজ্ঞরা।

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -১৪৫.৩৭ পয়েন্ট বা -০.২৫ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৫৭,৯৯৬.৬৮। এনএসই নিফটি (NSE Nifty) -৩০.২৫ পয়েন্ট বা -০.১৭ শতাংশ নেমে হয়েছে ১৭,৩২২.৩০।

Previous articleপ্রার্থী নিয়ে ক্ষোভ থাকলে দলের স্বার্থেই মিটিয়ে ফেলুন : বার্তা ফিরহাদের
Next articleBengal: বৃহস্পতিবার রঞ্জি ট্রফির অভিযান শুরু করতে চলেছে বাংলা