Tuesday, November 4, 2025

Russia Ukraine War :নাগাড়ে গোলাবর্ষণ, পোল্যান্ডে সরানো হল ভারতীয় দূতাবাস

Date:

Share post:

কিছুতেই কমছেনা গোলা বর্ষণ, ইউক্রেনে (Ukraine) লাগাতার হামলা করে চলেছে রুশ বাহিনী। পোল্য়ান্ড(Poland) সীমান্তের কাছে ইউক্রেনের সেনাঘাঁটিতে হামলা। নিমেষে ভস্মীভূত ২৫টির বেশি অ্যাম্বুল্যান্স (Ambulance)। পরিস্থিতি ক্রমাগত ভয়ানক হয়ে উঠছে।এর মাঝেই ফের ইউক্রেনের (Ukraine) পাশে দাঁড়াল আমেরিকা(America)। জেলেনস্কিকে(Zelensky) ২০০ মিলিয়ন ডলার মূল্যের অস্ত্র সাহায্য বাইডেনের(Joe Baiden)। ইতিমধ্যেই ল্ভিভে সেনাঘাঁটিতে রাশিয়ার(Russia) দফায় দফায় হামলার জেরে ৯ জনের মৃত্যু হয়েছে, এখনও পর্যন্ত ৫৭ জন আহত হয়েছেন বলে দাবি ইউক্রেনের।পাশাপাশি ডনেৎস্ক এলাকায় শরণার্থীদের জন্য় যে ট্রেন (Train) রাখা হয়েছিল সেখানেও আঘাত হেনেছে পুতিন বাহিনী। বোমার আঘাতে এক ট্রেন কর্মীর মৃত্যু হয়েছে বলেই সংবাদসূত্রে প্রকাশ। ইউক্রেন দখলে আগ্রাসী রুশ প্রশাসন রেয়াত করছে না কাউকেই। বিভিন্ন বহুতলে বোমার আঘাত হানার পর এবার বিমান ঘাঁটিতেও হামলা। ইভানো – ফ্রাঙ্কিভস্ক এলাকায় বিমানঘাঁটিতে আক্রমণ করা হয়েছে। পরিস্থিতির দিকে প্রতি মুহূর্তে নজর রাখছেন সেখানকার মেয়র, বেগতিক দেখলে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বাসিন্দাদের।

ইউক্রেন ফেরত পড়ুয়াদের এ দেশেই মেডিকেল পড়ার সুযোগ দেওয়ার দাবি

আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহলের পক্ষ থেকে মনে করা হচ্ছে হয়তো আগামি সপ্তাহান্তে পুতিন- জেলেনস্কি বৈঠকের যে সম্ভাবনা তৈরি হয়েছে তাতে কিছুটা হলেও সমস্যার সমাধানের আশা করা জেতে পারে। উল্লেখ্য শনিবার জেরুজালেমে রুশ প্রেসিডেন্ট এর সঙ্গে বৈঠকে বসতে আগ্রহ প্রকাশ করেছেন জেলেনস্কি। তার আগেই ক্রমাগত আক্রমণ তীব্র করছে রাশিয়া। ইউক্রেনের পশ্চিম প্রান্তে বিপুল সেনা বাহিনী নিয়ে আক্রমনের ঝাঁঝ বাড়িয়েই চলেছেন তাঁরা। ইন্টারন্যাশনাল পিসকিপিং অ্যান্ড সিকিউরিটি সেন্টারে পরপর ৮টি মিসাইল ছুড়েছে রাশিয়া। ঘটনার জেরে তীব্র সমালোচনা করেছেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী। শেষ খবর পাওয়া অনুযায়ী ইউক্রেন থেকে পোল্যান্ডে সরিয়ে নিয়ে যাওয়া হল ভারতীয় দূতাবাস।

 

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...