The Kashmir Files ; দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে হামলা বিজেপির

দ্য কাশ্মীর ফাইলস ছবি নিয়ে  দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মন্তব্য পছন্দ হয়নি। তাই দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা চালাল বিজেপি সমর্থকরা। মুখ্যমন্ত্রীর বাড়ির গেট এবং সামনের ব্যারিকেড ভাঙচুর  করা হয় । বিজেপি সমর্থকদের অভিযোগ, খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশ্মীর ফাইলস নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।  অথচ দিল্লির মুখ্যমন্ত্রী সেই ছবির সমালোচনা করেছেন।  তাই বুধবার দিল্লির মুখ্যমন্ত্রীর বাংলোর সামনে বিক্ষোভ দেখালেন বিজেপি-র যুব সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চার কর্মী সমর্থকরা। যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। এদিনের হামলার নেতৃত্বে ছিলেন বিজেপি সাংসদ তেজস্বী সূর্য। আম আদমি পার্টি (আপ)-র তরফে এই হামলার খবরের সত্যতা স্বীকার করে বলা হয়েছে,  বিজেপি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা চালিয়েছে।  পুলিশ ঘটনাস্থলে হাজির ছিল। দাঁড়িয়ে থেকে সব দেখলেও ভাঙচুর থামানোর জন্য কোনও পদক্ষেপ করেনি।

দেশজুড়ে  সকলে কাশ্মীর ফাইলস ছবি নিয়ে প্রশংসা করলেও আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল ছবিটিকে  ‘উদ্দেশ্যমূলক ছবি’ বলে আভিহিত করেছিলেন। সেই সঙ্গে তিনি বলেছিলেন যে নরেন্দ্র মোদি সরকার ঘরছাড়া কাশ্মীরি পণ্ডিতদের পুনর্বাসনের জন্য কিছুই করেনি। কেজরির এই মন্তব্য মোটেও ভালভাবে নেয়নি বিজেপি। আর তার পরেই হামলা হয় কেজরিওয়ালের বাড়িতে।

 

Previous articleমঞ্চে ভুল জাতীয় সঙ্গীত গাইলেন কাউন্সিলর, ভাইরাল ভিডিও ঘিরে নিন্দা
Next articleমহাকাল মন্দিরে পুজো দিয়ে ২৫দিনের শিশুকে মমতাময়ী স্নেহের পরশ মুখ্যমন্ত্রীর