Monday, December 1, 2025

‘প্রতিবাদ করলেই অত্যাচার’, মধ্যপ্রদেশে থানায় সাংবাদিক হেনস্থায় সরব অভিষেক

Date:

Share post:

বিজেপি সরকারের(BJP Govt) বিরোধিতা করায় মধ্যপ্রদেশে একদল সাংবাদিক ও নাট্যকর্মীকে অর্ধনগ্ন করে দাঁড় করিয়ে রাখা হলো থানার মধ্যে। ন্যাক্কারজনক এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সিন্ধি জেলায়। অর্ধনগ্ন অবস্থায় দাঁড়িয়ে থাকা একজন সাংবাদিক(Journalist) ও নাট্যকর্মীদের এই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে উঠেছে। সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর সরকারের এহেন হস্তক্ষেপ ও সাংবাদিকদের উপর অত্যাচারের এই ছবি প্রকাশ্যে আসার পর নিন্দায় সরব হয়েছে সব মহল। পাশাপাশি গোটা ঘটনার নিন্দা করে টুইট করেছেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইটারে তিনি লিখেছেন, এটাই মোদি সরকারের আচ্ছে দিন। প্রতিবাদ করলেই চলছে নিষ্ঠুর অত্যাচার।

জানা গিয়েছে, মধ্যপ্রদেশে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে গত ২ এপ্রিল। স্থানীয় সূত্রে খবর, মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক (BJP MLA) কেদারনাথ শুক্লার ছেলের একটি অভিযোগের তদন্ত করতে গিয়ে সন্দেহভাজন হিসেবে ৮ জনকে থানায় ডেকে পাঠানো হয়। তার মধ্যে ছিলেন কনিষ্ক তিওয়ারি নামে এক সাংবাদিকও। থানায় তাঁদের আট জনকে মারধর করা হয়। এরপর পুলিশের তরফে জানানো হয় তাদের গ্রেফতার করা হয়েছে। এখানেই শেষ নয়, ওই আটজনকে জামাকাপড় খুলিয়ে থানার মধ্যে দীর্ঘক্ষন দাঁড় করিয়ে রাখা হয়। বিষয়টি প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই নিন্দার ঝড় ওঠে। থানার ভেতর থেকে তাদের অর্ধনগ্ন ছবি ভাইরাল হওয়ার পর জেলার পুলিশ সুপার মুকেশ কুমার শ্রীবাস্তব জানান, যারা এই ছবি ভাইরাল করেছেন তাদের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি, অর্ধ নগ্ন করার বিষয়ে বিতর্ক চাপা দিতে ওই আধিকারিক জানান ধৃতরা যাতে কোনরকম অবাঞ্ছিত ঘটনা ঘটাতে পারে বা আত্মহত্যা না করতে পারে তার জন্যই তাদের পোশাক খুলে নেওয়া হয়েছিল।

আরও পড়ুন:ভাদু শেখ খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসার পর নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এই ঘটনার তিব্র নিন্দা করে টুইটে লেখেন, “এটাই আচ্ছে দিনের নমুনা। নরেন্দ্র মোদির জমানায় দমনপীড়নই নিয়ম হয়ে দাঁড়াচ্ছে। কেউ প্রতিবাদ করলেই নেমে আসছে নির্মম অত্যাচার। রাষ্ট্রশক্তির এভাবে অপব্যবহার হচ্ছে। লজ্জাজনক!”

 

spot_img

Related articles

পিছোল এসআইআর-এর সময়সীমা! ‘তাড়াহুড়ো’র বিরোধীতা করে কমিশনকে আক্রমণ চন্দ্রিমা–পার্থর

এসআইআর প্রক্রিয়ার নির্ঘণ্ট নিয়ে তীব্র রাজনৈতিক চাপানৌতনের মধ্যে অবশেষে এক সপ্তাহ পিছিয়ে গেল খসড়া ভোটার তালিকা প্রকাশ-সহ গোটা...

এসআইআর বড় বালাই! ৭০ বছর বয়সে ‘বাবা’ হলেন লালগোলার নূরাল শেখ

রাজ্যজুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর) চলতেই এক অদ্ভুত ঘটনার কেন্দ্রবিন্দুতে মুর্শিদাবাদের লালগোলা থানার দেওয়ানসরাই গ্রাম...

ব্যাটিংয়ে প্রতিরোধ প্রোটিয়াদের, জয়ের মধ্যেও ভারতের চিন্তা বোলিং

রাঁচিতে প্রথম একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৭ রানে জয় পেল ভারত(India vs South Africa)। ভালো ব্যাটিং করলেও...

বিজেপি রাজ্য সভাপতির সোশ্যাল মিডিয়া পোস্টে ‘লাইক’ করলেন কোন তৃণমূল নেতা!

বিধানসভা নির্বাচনের আগে দলীয় নেতা কর্মীদের এসআইআর ইস্যু নিয়েই মাঠে নামিয়ে দেওয়ার সুযোগ পেয়েছে তৃণমূল নেতৃত্ব। বুথ স্তরের...