হিংসা-যুদ্ধের খবরে রাশ: টিভি চ্যানেলের জন্য নয়া নিয়ন্ত্রণ জারি তথ্য-সম্প্রচার মন্ত্রকের

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং দিল্লির (Delhi) জাহাঙ্গীরপুরীর উত্তেজনার খবরের জেরে টিভি চ্যানেলগুলির সম্প্রচারে রাশ টানল কেন্দ্রীয় তথ্যসম্প্রচার মন্ত্রক। শনিবার, একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ১৯৯৫ সালের কেবল টেলিভিশন নেটওয়ার্ক (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী, কেন্দ্রীয় সরকার প্রয়োজনে চ্যানেল (Channel) বা প্রোগ্রামের সম্প্রচারে নিয়ন্ত্রণ অথবা নিষেজ্ঞাদ্ধা জারি করতে পারে। টিভি চ্যানেলগুলির পাশাপাশি ডিরেক্ট টু হোম (DTH) এবং কেব্‌ল অপারেটর, নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন ও ইন্ডিয়ান ব্রডকাস্টিং ফাউন্ডেশনকেও এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক।

কেন্দ্রের অভিযোগ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং উত্তর-পশ্চিম দিল্লির হিংসার ঘটনা নিয়ে কিছু টিভি চ্যানেল এমনভাবে খবর করছে, যা বিভ্রান্তিকর ও সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়। টিভি চ্যানেলগুলো ইউক্রেনের সংঘাত সম্পর্কে মিথ্যে গুজব ছড়িয়েছে বলে অভিযোগ মন্ত্রকের। জাহাঙ্গিরপুরীর হিংসার কভারেজেও সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়েছে বলে অভিযোগ।

আরও পড়ুন:অ্যাকাডেমি থেকে নির্বাসিত উইল স্মিথ লেন্সবন্দি মুম্বই বিমানবন্দরে

কেন্দ্রীয় সরকারের অভিযোগ, এই সব খবরের ভাষা রুচি এবং শালীনতাকে আঘাত করেছে। আর সেই কারণেই নিষেধাজ্ঞা বলে জানিয়ে দিয়েছে তথ্য-সম্প্রচার মন্ত্রক।