নেশামুক্তি কেন্দ্রে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ, চাঞ্চল্য এলাকায়

নেশামুক্তি (Free Drug Rehab) কেন্দ্রে যুবককে পিটিয়ে খুনের অভিযোগে উত্তপ্ত বেলঘরিয়া (Belgharia)। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বেলঘরিয়ার যতীন দাস নগরে। নেশামুক্তি কেন্দ্রে ভাঙচুর চালিয়েছেন মৃতের পরিবারের সদস্যদের।

জানা গিয়েছে, মৃত যুবক সুমন সরদার ছিলেন উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ার বাসিন্দা। মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, খুব বেশি পরিমাণে মাদক সেবন করতেন সুমন। গত ২২ এপ্রিল অদ্ভুত আচরণ করায় তাঁকে বেলঘরিয়ার যতীনদাস নগরের নেশামুক্তি (Free Drug Rehab) কেন্দ্রে ভর্তির সিদ্ধান্ত নেয় পরিবার। ওইদিনই তাঁকে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোরে ওই নেশা মুক্তি কেন্দ্র থেকে সুমনের বাড়িতে ফোন করে জানানো হয় তাঁর মৃত্যুর খবর।

আরও পড়ুন-ধর্মীয় সম্মেলনে ঘৃণা ভাষণ: উত্তরাখণ্ড সরকারকে পদক্ষেপের নির্দেশ সুপ্রিমকোর্টের

সুমনের মৃত্যুর খবর পেয়ে নেশামুক্তি কেন্দ্রে হাজির হন যুবকের পরিবারের সদস্যরা। তাঁরা ওই কেন্দ্রের কর্মীদের উপর চড়াও হন। একই সঙ্গে তারা সেখানে ভাঙচুর চালান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। মৃতের পরিবারের অভিযোগ, ওই নেশামুক্তি কেন্দ্রে প্রায় দেড়শ জনকে আটকে রেখে অত্যাচার চালানো হচ্ছে।

সুমনের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা। ওই নেশামুক্তি কেন্দ্রের সদস্যদের শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিবারের সদস্যরা।



Previous articleSouth Africa: নিজের রেকর্ড ভেঙে নজির গড়লেন সাঁতারু-কন্যা
Next articleকাজ না পেয়ে হতাশায় চাকরি খোঁজা ছেড়েছেন ৪৫ কোটি ভারতীয়, প্রকাশ্যে রিপোর্ট