শনি -রবি গরম , সোমবার থেকে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস

আগামী সোমবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আবারও প্রবল ঝড় -বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আজ ও কাল অর্থাৎ শনি-রবি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। তুলনায় শুষ্ক আবহাওয়া । ভ্যাপসা গরম থাকবে। তবে দক্ষিণবঙ্গে দুদিন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

 

বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প ঢুকে উত্তর-পূর্ব ভারতে বৃষ্টি বাড়বে। সেইসঙ্গে শক্তিশালী দক্ষিণ-পশ্চিম হাওয়া বইবে। আর এর জেরে সোমবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

শনিবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ। গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি দুটোই বাড়বে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৩.২ ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে যা ৩ ডিগ্রি নীচে। গতকাল, শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে ১ ড

গ্রি কম। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৬৪ থেকে ৯৩ শতাংশ।

Previous articleত্রিপুরার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন বিপ্লব দেব
Next articleসম্পত্তির লোভে দাদাকে খুন! ধৃত ভাই, খোঁজ ভগ্নিপতির