দুর্গাপুজোয় কেকে-র শেষ কনসার্ট হবে উত্তর কলকাতায় 

নজরুল মঞ্চে অনুষ্ঠান করার পর অসুস্থ হয়ে পড়েন গায়ক কেকে (KK)। তারপর সুরলোকে চলে যান তিনি। তবে শ্রোতাদের মনে তিনি আছেন ঠিক আগের মতই। তবে দক্ষিণ কলকাতার (South Kolkata) নজরুল মঞ্চ (Nazrul manch) এবার উত্তর কলকাতার বুকে। আর সেখানেই আগামী দুর্গা পুজোতে (Durga Puja) কেকে- এর (KK)শেষ কনসার্ট।

স্থান , উত্তর কলকাতার কবিরাজ বাগান। প্রতি বছর জাঁকজমক করে শারদোৎসবের আয়োজন করেন এই পুজোর উদ্যোক্তারা। এবার প্রয়াত শিল্পী কেকে- কে শ্রদ্ধা জানিয়ে দেবী শারদীয়ার আরাধনায় নজরুল মঞ্চের আদলে মণ্ডপ গড়তে চলেছেন তাঁরা। জানা যাচ্ছে মণ্ডপটির নাম দেওয়া হবে নজরুল মঞ্চ। সেখানেই এলইডি স্ক্রিনে চালানো হবে নজরুল মঞ্চে কেকে-র শেষ অনুষ্ঠানটি। পুজোর কথা মাথায় রেখেই আলাদা ভাবে কেকে-র বিশাল মূর্তি তৈরি করা হচ্ছে, যা মণ্ডপেই রাখা হবে।পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমল চক্রবর্তী। তাঁর ভাবনাতেই এমন অভিনব প্রয়াস নিয়েছে কবিরাজ বাগান পুজো কমিটি।ফাইবারের মূর্তিটি তৈরি করছেন শিল্পী মন্টি পাল। মাতৃমূর্তি তৈরি করবেন প্রদীপ রুদ্র পাল। ২০২২ সালের কবিরাজ বাগানের পুজোতে মণ্ডপ প্রাঙ্গণে বাজবে কেকে -এর গান। তাঁকে নিয়ে আরও কিছু চমক থাকছে বটে, তবে তা আপাতত বলতে নারাজ উদ্যোক্তারা। তবে নিশ্চিত করেই তাঁরা বলছেন আগামী শারদোৎসবে কেকে-এর ‘শেষ কনসার্ট’ দেখা যাবে উত্তর কলকাতায়। এ বার পুজোয় কবিরাজ বাগান শারদোৎসবের পুজোয় থিম হচ্ছেন – কেকে।

 

Previous article‘কে.কে-র মৃত্যু দুর্ভাগ্যজনক, এতে কারোর দোষ নেই’, বাংলায় আবার আসার কথা জানালেন সঙ্গীতশিল্পী পঙ্কজ উদাস
Next articleলকডাউনে পার্টি: পার্লামেন্টে আস্থাভোটের সামনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন