তপন কান্দু মামলায় সিবিআই তদন্ত বহাল রাখল হাইকোর্ট

ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু মামলায় সিবিআই তদন্ত বহাল রাখল আদালত। সোমবার হাইকোর্টের প্রধান বিচাপতি প্রকাশ শ্রীবাস্তব স্পষ্টতই জানিয়ে দেয়, ঝালদা কাণ্ডে সিবিআই তদন্তই বহাল থাকছে। অর্থ্যাৎ এই ঘটনায় সিঙ্গেল বেঞ্চের সিদ্ধান্তকেই বহাল রাখল হাইকোর্ট।



আরও পড়ুন:ন্যাক্কারজনক ভূমিকা রাজ্যপালের! রাজস্থানেও বাংলার বিরুদ্ধে কুৎসা


গত ৪ এপ্রিল ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু হত্যা মামলার তদন্তের ভার সিবিআইকে  দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। রাজ্য পুলিশের হাতে থাকা সব নথি সিবিআইকে হস্তান্তরের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। ৪৫ দিনের মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে প্রাথমিক রিপোর্ট আদালতে জমা দিতে হবে  জানানো হয়। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়ে ছিল রাজ্য। আদালতের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, সিবিআই যেমন তদন্ত করছিল সেভাবেই তদন্ত হবে।




উল্লেখ্য, গত ১৩ মার্চ ঝালদায় খুন হন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। এরপর ৪ এপ্রিল ওই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। এরইমাঝে ৬ এপ্রিল তপন কান্দু হত্যার প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণবের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ইতিমধ্যে ওই দুই মামলাতেই কেন্দ্রীয় তদন্ত এজেন্সি কাজ শুরু করেছে। একাধিক লোককে ডেকে জেরাও করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হয়েছে কয়েকজন পুলিশ কর্মীকেও। তবে সিটের নেতৃত্বে তপন কান্দু খুনের জাল অনেকটাই গুটিয়ে আনা হয়েছিল। সেই কারণেই রাজ্য পুলিশকে তদন্তভার দেওয়ার জন্য মামলা করা হয়।

Previous articleহাঁসখালিকাণ্ডে পুলিশের বিরুদ্ধে তদন্তের দাবি, হাইকোর্টে নির্যাতিতার বাবা-মা
Next articleRafael Nadal: ফরাসি ওপেন জিতে নিজের পরবর্তী লক্ষ‍্যের কথা জানিয়ে দিলেন নাদাল