কেন্দ্রীয় সরকারি কর্মীদের জুলাইতে বাড়ছে মহার্ঘ ভাতা

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য খুশির খবর ৷ দীর্ঘদিনের অপেক্ষার পর মোদি সরকারের কর্মীদের ১ জুলাই থেকে মহার্ঘ ভাতা বৃদ্ধি হতে চলেছে ৷ জানা গিয়েছে, মহার্ঘ ভাতা (DA Hike) ৫ শতাংশ বৃদ্ধি হতে চলেছে ৷ এর ফলে উপকৃত হবেন এক কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশন প্রাপক।

যদি এই ৫ শতাংশ ডিএ বৃদ্ধি হলে লেক্ষেত্রে মোদি সরকারের কর্মীদের ডিএ এক লাফে ৩৪ থেকে হবে ৩৯ শতাংশ ৷যদি এই সিদ্ধান্তই গৃহীত হয় সেক্ষেত্রে বেতন প্রায় ২৭ হাজার টাকা বৃদ্ধি পাবে ৷ এই বছর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয়েছে (AICPI)-এর সূচক তাতে অনেকটাই নীচে ছিল ৷জানুয়ারিতে সূচক ছিল ১২৫.১ ফেব্রুয়ারিতে তা হয় ১২৫ ৷ মার্চে এক পয়েন্ট বৃদ্ধি পেয়ে হয়েছে ১২৬ ৷ এপ্রিলের সূচকও সামনে এসেছে। (AICPI) অনুযায়ী ১২৭.৭ শতাংশ হয়েছে।

Previous articleদেশে-রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক স্বাস্থ্যমন্ত্রক
Next articleনিগ্রহের প্রতিবাদ করায় ছুরি নিয়ে হামলা, মহিলার মুখে ১১৮টি সেলাই !