Wednesday, December 3, 2025

বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার বিরোধিতায় এলাহাবাদ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি

Date:

Share post:

আঙুল উঠছে যোগী সরকারের (Uttar Pradesh Government) দিকে। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের মর্জি মতো রাজ্য চালাচ্ছেন আদিত্যনাথ সরকার(Yogi Adityanath Government)। এবার মুখ খুললেন এলাহাবাদ হাইকোর্টের (Allahabad highcourt) প্রাক্তন প্রধান বিচারপতি। প্রয়াগরাজে হাঙ্গামার ঘটনায় মূল অভিযুক্ত মহম্মদ জাভেদের (Md Javed) বাড়ি ভেঙে দিয়েছে প্রশাসন। এই ঘটনার তীব্র নিন্দা করলেন প্রাক্তন প্রধান বিচারপতি (Chief Justice)।

জাভেদের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে যোগী সরকার। সংবাদমাধ্যমের ক্যামেরাবন্দি হয়েছেন সে দৃশ্য। দেশজুড়ে উত্তর প্রদেশের সরকারের বিরুদ্ধে উঠেছেন নিন্দার ঝড়।এই ঘটনাকে সহজ ভাবে দেখছেন না রাজনীতিবিদরা। ইতিমধ্যেই জল গড়িয়েছে আদালত পর্যন্ত। বুলডোজার দিয়ে এভাবে বাড়ি ভাঙার বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্ট, মধ্যপ্রদেশ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে।আইন বিশেষজ্ঞরা বলছেন, অভিযুক্তের বাড়ি এভাবে বুলডোজার দিয়ে ভাঙা কোনও দিক দিয়েই আইনসম্মত নয়। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন এলাহাবাদ হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি গোবিন্দ মাথুর। বুলডোজার চালিয়ে শক্তি প্রয়োগ করে বাড়ি ভাঙার মধ্যে দিয়ে l নাগরিকের মৌলিক অধিকার খন্ড করা হয়েছে। তাই দায়ের হয়েছে মামলা। গোবিন্দ মাথুর বলছেন, এটা সম্পূর্ণ আইন বিরোধী কাজ। যদি মনেও হয় যে ওই বাড়িগুলো সম্পূর্ণ বেআইনি, তবুও এভাবে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা যায় না। কারণ, অভিযুক্ত হেফাজতে রয়েছে। এটা আইনি প্রশ্নের ব্যাপার।

বেছে বেছে কেবল নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষদের বাড়িই বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে। পাশাপাশি, বহু জায়গায় নোটিস দেওয়া হয়েছে। কিন্তু, উত্তর দেওয়ার সময়সীমা মানা হয়নি। তার আগেই বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে বাড়ি। আর এই ঘটনার জেরেই  উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজ করা হচ্ছে বলে আদিত্যনাথের সরকারের দিকে অভিযোগের আঙুল উঠছে।



spot_img

Related articles

বাংলার পুলিশের ডিএসপি পদে যোগ রিচা ঘোষের: নাম লেখালেন দীপ্তির পাশে

নিয়োগ পত্র আগেই পেয়েছিলেন। বুধবার পুলিশের উর্দি পরে দায়িত্বভার গ্রহণ করলেন রিচা ঘোষ। না, এটা ক্রিকেটের জার্সিতে উইকেট...

আদালতের রায়ে বহাল ৩২ হাজার প্রাথমিক নিয়োগ, হাইকোর্ট চত্বরে অকাল হোলিতে মাতলেন শিক্ষকরা

দীর্ঘ দু’ বছর ধরে লড়াই, অনিশ্চয়তা আর সামাজিক উপহাস—সবকিছু কাটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ৩২ হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা।...

ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযান: নিহত ১২ জঙ্গি, প্রাণ গেল ৩ জওয়ানের

মাওবাদী দমনে বড়সড় সংঘর্ষ ছত্তিশগড়ে। সংঘর্ষে মাওবাদীদের মৃত্যু হলেও এবার প্রাণ গেল জওয়ানদের। বিজাপুরে (Bijapur) সংঘর্ষে প্রাণ হারালো...

হিসাবে কমছে দেশের বেকারত্ব! অভিষেকের প্রশ্নের জবাবে সংখ্যাতত্ত্ব পেশ কেন্দ্রের

জিডিপি-র অঙ্কে ভারত ক্রমশ উন্নতি করছে। জিডিপি বৃদ্ধির হারে রেকর্ড করে গত তিন মাসে প্রভূত উন্নতি হয়েছে দেশের,...