গ্লোবাল মোবাইল স্পিড ইনডেক্সে এগিয়ে এল ভারত, শীর্ষে কোন দেশ?

গ্লোবাল মোবাইল স্পিড ইনডেক্সে আরও দুইধাপ এগিয়ে এল ভারত। স্পিড ইনডেক্স ওয়েবসাইট ওকলার রিপোর্ট অনুযায়ী ২০২২ সালের মে মাসে ভারতের গড় মোবাইল ইন্টারনেটের গতি ছিল ১৪.২৮এমবিপিএস। এর ফলে ভারতের অবস্থান গিয়ে দাঁড়াল ১১৫ তে। প্রসঙ্গত গত এপ্রিল মাসে ভারতের গড় মোবাইল গতি ছিল ১৪.১৯ mbps, এই দুই মাসের ডাউনলোডের গতির পার্থক্যের কারণেই স্পিড ইনডেক্সে ভারত দুই ধাপ এগিয়ে এল ভারত। তবে ডাউনলোডের গতির ক্ষেত্রে একধাপ নেমে এসেছে ভারত।

গ্লোবাল মোবাইল স্পিড ইনডেক্সে সবচেয়ে শীর্ষে রয়েছে নরওয়ে ও সিঙ্গাপুর। নরওয়ের গড় ডাউনলোড গতি ১২৯.৪০ এমবিপিএস। যেখানে সিঙ্গাপুরের ডাউনলোডের গড় গতি ২০৯.২১ এমবিপিএস। বর্তমানে আফ্রিকার দেশগুলি মোবাইল ডাউনলোডের গতির ক্ষেত্রে সর্বোচ্চ বৃদ্ধি অর্জন করেছে।

আরও পড়ুন- আরএসএস-এর তত্ত্বাবধানে দেশের স্কুল শিক্ষার পাঠ্যক্রমের পরিবর্তন হচ্ছে

 

Previous articleএ শুধু গানের দিন…বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মূর্ছনায় ভাসলেন সঙ্গীতপ্রেমীরা
Next articleরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী আদিবাসী নেত্রী দ্রৌপদী মুর্মু, ঘোষণা নাড্ডার