আধিকারিক নিয়োগের ক্ষেত্রে মনঃশক্তি ও মানসিক প্রবণতার পরীক্ষা বাধ্যতামূলক করছে রেল

'সাইকোমেট্রিক অ্যাসেসমেন্ট' বা মনঃশক্তি ও মানসিক প্রবণতার পরীক্ষা বাধ্যতামূলক করছে রেল।

রেল পরিচালনায় যুক্ত হতে চাইলে প্রার্থীদের এ বার মানসিক শক্তি-সামর্থ্যেরও পরীক্ষা দিতে হবে। বিশেষত শীর্ষ স্তরের বিভিন্ন পদে আধিকারিক নিয়োগের ক্ষেত্রে ‘সাইকোমেট্রিক অ্যাসেসমেন্ট’ বা মনঃশক্তি ও মানসিক প্রবণতার পরীক্ষা বাধ্যতামূলক করছে রেল। রেল বোর্ডের চেয়ারম্যানের পদ ছাড়াও ৩৬ টি জেনারেল ম্যানেজারের পদ আছে, যাদের ওপর বিভিন্ন জোনের গুরু দায়িত্ব দেওয়া থাকে।রেল সূত্রের জানা গিয়েছে, ওই সব পদের জন্য যাঁরা আবেদন করবেন, অনলাইনে মিনিট কুড়ির পরীক্ষায় তাঁদের মানসিক দক্ষতা যাচাই করা হবে।

আরও পড়ুনঃ গড়িয়াহাট উড়ালপুল থেকে ঝাঁপ যুবতীর! কী হল পরিণতি?

কেন এমন সিদ্ধান্ত রেলের ? রেল পরিচালনার সঙ্গে যুক্ত বিভিন্ন পদের অফিসারদের চটজলদি নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। প্রতিনিয়ত প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়। সেই জন্য ওই সব পদে যাঁদের নাম বিবেচনা করা হবে, তাঁদের শিক্ষাগত যোগ্যতা, রেলে কাজের অভিজ্ঞতার পাশাপাশি মানসিক দক্ষতার বিষয়টিও এবার থেকে গুরুত্বপূর্ণ মাপকাঠি হিসেবে বিবেচিত হবে।
প্রার্থীদের ‘ইমোশনাল ইন্টেলিজেন্স’ বা ভাবানুভূতিগত মেধাপ্রার্থীদের ‘ইমোশনাল ইন্টেলিজেন্স’ যাচাই করা হবে সাইকোমেট্রিক অ্যাসেসমেন্ট পরীক্ষার মাধ্যমে।

কী কী থাকছে সেই পরীক্ষায় ?

১) প্রার্থীদের নিজের সম্পর্কে ধারণা
২) নিজেকে প্রকাশ করার ক্ষমতা
৩) প্রার্থীদের ব্যক্তিত্ব কেমন
৪) দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কেমন
৫) চাপ সামলানোর ক্ষমতা
রেল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে জেনারেল ম্যানেজারের ১২টি পদ খালি। ওই সব পদে নিয়োগের ক্ষেত্রে এই পরীক্ষা নেওয়া হবে।

 

 

Previous articleBreakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস
Next articleকর্ণাটকের সিনি শেট্টির মাথায় উঠল মিস ইন্ডিয়ার মুকুট