ঈদে নিষিদ্ধ হল আলোকসজ্জা, করোনা বিধি মানার নির্দেশ দিল সরকার

আগামী ১০ জুলাই মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদ উদযাপিত হবে। ঈদের দিন মুসলমানরা জামাতের সঙ্গে দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করেন। বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উদযাপনে আটটি নির্দেশ পালনের জন্য দেশের নাগরিকদের অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।

খায়রুল আলম , ঢাকা

সামনে ঈদ (Eid)। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। কিন্তু এর মধ্যে করোনার (Corona) বাড়বাড়ন্ত আর সঙ্গে বেড়েছে লোডশেডিং। যদিও লোডশেডিং এর কারণ হিসেবে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধকে (Russia- Ukraine war) দায়ী করা হচ্ছে। এরই মধ্যে সরকার আসন্ন ঈদুল আজহা উদযাপনে আট দফা নির্দেশ দিয়েছে সরকার।বলা হয়েছে ঈদুল আজহা উপলক্ষে কোনও ধরনের আলোকসজ্জা করা যাবে না। ঈদের জামাতে অংশ নিতে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরা বাধ্যতামূলক।

আগামী ১০ জুলাই মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদ উদযাপিত হবে। ঈদের দিন মুসলমানরা জামাতের সঙ্গে দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করেন। বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উদযাপনে আটটি নির্দেশ পালনের জন্য দেশের নাগরিকদের অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।

১. আসন্ন পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে কোনও ধরনের আলোকসজ্জা করা যাবে না।

২. সবাইকে নিজের বাড়ি থেকে অজু করে ঈদগাহে বা মসজিদে যেতে হবে।

৩. করোনা ভাইরাস সংক্রমণ রোধে মসজিদ বা ঈদগাহের অজুখানায় সাবান বা হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে।

৪. ঈদের নামাজের যাওয়া মুসলিমদের অবশ্যই মাস্ক পরে মসজিদে যেতে হবে। মসজিদ বা ঈদগাহে সংরক্ষিত জায়গায় নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না।

৫. ঈদের নামাজ পাঠের সময় কিছুটা দূরত্ব বজায় রেখে নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। এক হাত ফাঁকা রেখে নামাজে দাঁড়াতে হবে।

৬. করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে খতিব ও ইমামদের প্রার্থনা করার জন্য অনুরোধ করা হয়েছে।

৭. খতিব, ইমাম এবং মসজিদ পরিচালনা কমিটি ও স্থানীয় প্রশাসনকে বিষয়গুলো বাস্তবায়ন নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়েছে।

৮. পশু কুরবানির ক্ষেত্রে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা যথাযথভাবে পালন করতে বলা হয়েছে।

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ রোধে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী, জনপ্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট মসজিদের পরিচালনা কমিটিকে এ নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

[1:44 pm, 07/07/2022] Jeena Banerjee:


Previous articleমন্ত্রীদের বিদ্রোহের জেরে অবশেষে পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
Next articleমুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য দিলীপের, প্রতিবাদে রাজ্যপালের দ্বারস্থ তৃণমূল প্রতিনিধি দল