পরিবেশ দফতরের দায়িত্ব সামলাতে শুক্রবার থেকেই ময়দানে মানস

পরিবেশ দফতরের দায়িত্ব বর্তেছে মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়ার ওপর। শুক্রবার আনুষ্ঠানিক ভাবে দ্বায়িত্ব নিলেন তিনি। তাঁকে স্বাগত জানান দফতরের আধিকারিকরা। দফতরের কনফারেন্স রুমে বিভাগীয় আধিকারিক ও কর্মীদের সঙ্গে তিনি বৈঠক করেন। তাঁকে স্বাগত জানান দফতরের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি বিবেক কুমার, পি সি বি চেয়ারম্যান কল্যাণ রূদ্র, পলিউশন কন্ট্রোল বোর্ড মেম্বার সেক্রেটারি রাজেশ কুমার সহ একাধিক আধিকারিক।

মন্ত্রী বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে অতিরিক্ত একটা দায়িত্ব দিয়েছেন পরিবেশ দফতর । খুবই গুরুত্বপূর্ণ দপ্তর। পরিবেশ নিয়ে সারা বিশ্বেই এখন চর্চা হচ্ছে । খুবই সংবেদনশীল দফতর। শিল্প পরিবেশ গ্রাম শহর, পুরসভা, পঞ্চায়েত ও মানুষের সঙ্গে, নগর জীবনের সভ্যতার সঙ্গে এবং বস্তিবাসীদের সঙ্গে যদি দেখেন পরিবেশ দপ্তরের উপস্থিতি দেখতে পাবেন। সেই বিষয়গুলো জেনে নেব, পড়বো শিখবো এদের কাছ থেকে এবং প্রতিদিনই শিখবো। আমাদের দফতরের আধিকারিকদের নেতৃত্বে যা চলছে তাঁদের কাছে আমার একটাই আবেদন থাকবে যে ইনফরমেশন যা পাবেন সঙ্গে সঙ্গে আমরা আলোচনা করব এবং তীক্ষ্ণ নজর রেখে আমরা সমাধান করার চেষ্টা করব। তাতে করে মুখ্যমন্ত্রীর যে নির্দেশনামা সচেতনতার সঙ্গে মানুষের সেবা করা আর এই দপ্তরটা শুধু মানুষ নয়, মানুষ এবং পরিবেশের বন্ধুত্ব গড়ে তোলা।মানুষের জীবন জীবিকাকে আরও উন্নত স্তরে নিয়ে যেতে পরিবেশকে আরো সুন্দর করে গড়ে তোলা এটাই এই দপ্তরের কাজ।মুখ্যমন্ত্রী যেটা ভালো বুঝেছেন দায়িত্ব দিয়েছেন। আমি সেই কাজ নিষ্ঠার সাথে পালন করবো।’

আরও পড়ুন:রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

 

Previous articleIndia Team: চতুর্থ টি-২০ ম‍্যাচের আগে মায়ামি বিচে স্নান কুলদীপ যাদব-রবি বিষ্ণোইদের, সমুদ্রসৈকতে শ্রেয়স
Next articleলাল-হলুদের অনুশীলনে ক্রীড়ামন্ত্রী, ক্লাব লাইসেন্সিংয়ের আবেদন ইমামি ইস্টবেঙ্গলের