৫০ বিঘা জমিতে খামারবাড়ি, কেয়ারটেকারের দাবি মালিক অনুব্রত !

বোলপুরের শিয়ানে ৫০ বিঘা জমিতে একটি খামারবাড়ির হদিস পেয়েছে সিবিআই

গোরুপাচার মামলায় কয়েকদিন আগে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) গ্রেফতার করেছে সিবিআই (CBI)। তারপর থেকেই বীরভূমের বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু হয়েছে। এরই মধ্যে বোলপুরের (Bolpur) শিয়ানে ৫০ বিঘা জমিতে একটি খামারবাড়ির হদিস পেয়েছে সিবিআই। তবে সেটির মালিকানা নিয়ে এখনও ধন্দ রয়েছে। যদিও কেয়ারটেকারের পরিবারের দাবি, খামারবাড়ির মালিক অনুব্রত মণ্ডল।

জানা গিয়েছে, প্রায় ২০ বছর আগে ওই খামারবাড়িটি কেনেন তিনি। ৫০ বিঘা জমিতে ধান, মাছ, সবজির চাষ হয় বলে দাবি কেয়ারটেকারের। খামারে গবাদি পশু নেই, তবে খড়ের গাদা রয়েছে। মাঝেমধ্যেই অনুব্রত সেখানে যেতেন, এমনই দাবি। তবে ওই বাড়িটি অনুব্রতরই কি না, সে বিষয়ে কোনও নথি এখনও সিবিআইয়ের হাতে আসেনি বলে জানা গিয়েছে।

 

Previous articleটুইটে ঐক্যের বার্তা মমতা-অভিষেকের, আজ মধ্যরাতে ফেসবুক লাইভ অভিষেকের
Next articleবৃষ্টির জন‍্য ভেস্তে গেল এটিকে মোহনবাগান বনাম চেন্নাইয়ান এফসির প্রস্তুতি ম‍্যাচ