আর্জির প্রতিলিপি পাননি মামলাকারীরা, পিছোল DA মামলার শুনানি

পিছোল মহার্ঘ ভাতা (DA) মামলার শুনানি। বুধবার, শুনানি হওয়ার কথা থাকলেও মামলাকারীরা কপি না পাওয়ায় তা পিছিয়ে বৃহস্পতিবার করা হয়েছে। ২০ মে সরকারি কর্মীদের বকেয়া ডিএ তিন মাসের মধ্যে মিটিয়ে দিতে রাজ্যকে নির্দেশ দিয়েছিল আদালত (Court)। ১২ অগাস্ট সেই রায় পুনর্বিবেচনার আর্জি জানায় রাজ্য। রায় পুনর্বিবেচনার আর্জি জমা পড়ে বুধবার। কিন্তু মামলাকারীরা তার প্রতিলিপি পাননি। সেই কারণে আদালত মামলাকারীদের প্রতিলিপি দেওয়ার নির্দেশ দেয়। বৃহস্পতিবার দুপুর ২টোয় মামলার শুনানি হবে।

মহার্ঘ ভাতার দাবিতে সরকারি কর্মচারীদের সংগঠন দীর্ঘ দিন আইনি লড়াই লড়ছে। ২০ মে তিন মাসের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ রাজ্যকে দেয় হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। ১২ অগাস্ট রায় পুনর্বিবেচনার আর্জি জানায় রাজ্য। সেই আর্জি নিয়েই শুনানি বৃহস্পতিবার দুপুর ২টোয়।

আরও পড়ুন- সতেন্দ্রর স্ত্রীর সঙ্গে অতিরিক্ত মেলামেশা-ই কাল হল অতনুর? উঠে আসছে ত্রিকোণ সম্পর্কের তত্ত্ব


 

 

Previous articleসতেন্দ্রর স্ত্রীর সঙ্গে অতিরিক্ত মেলামেশা-ই কাল হল অতনুর? উঠে আসছে ত্রিকোণ সম্পর্কের তত্ত্ব
Next articleপ্রশ্নপত্রে বদল! উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় ঘোষণা সংসদের