রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে চ‍্যাম্পিয়ন ইন্ডিয়া লেজেন্ডস

ম‍্যাচে এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৫ রান করে ইন্ডিয়া লেজেন্ডস।

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে চ‍্যাম্পিয়ন ইন্ডিয়া লেজেন্ডস। শনিবার সচিন তেন্ডুলকরের নেতৃত্বাধীন ইন্ডিয়া লেজেন্ডস ৩৩ রানে হারিয়ে দেয় তিলকরত্নে দিলশনের শ্রীলঙ্কা কিংবদন্তিদের। সেই সঙ্গে তারা টানা দ্বিতীয়বার শিরোপা জিতল। এই ম্যাচে অধিনায়ক সচিন তেন্ডুলকর চমকপ্রদ কিছু করতে না পারলেও, ডাগআউট থেকে মাস্টার স্ট্রোক খেলে টিম ইন্ডিয়ার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

ম‍্যাচে এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৫ রান করে ইন্ডিয়া লেজেন্ডস। ইন্ডিয়া লেজেন্ডের হয়ে দুরন্ত ব‍্যাটিং নমন ওঝার। ১০৮ রান করেন তিনি। তেন্ডুলকর করেন শূন‍্য। ৩৬ রান করেন বিনয় কুমার। শ্রীলঙ্কা লেজেন্ডসের হয়ে তিন উইকেট নেন কুলাসেকারা।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৬২ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা লেজেন্ডস। ১৯৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে শ্রীলঙ্কাকে শুরু থেকেই ধাক্কা দেন ভারতীয় বোলাররা। মিডল অর্ডারে কিছুটা প্রতিরোধ গড়েন ইশান জয়রত্নে। ২২ বলে ৫১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। এছাড়া জীবন মেন্ডিস, মাহেলা উদাত্তে যথাক্রমে ২০ এবং ২৬ রান করেন। যদিও লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ শ্রীলঙ্কা। ১৮.৫ ওভারে ১৬২ রানেই অলআউট হয়ে যায় লঙ্কা ব্রিগেড। বিনয় কুমার ৩৮ রান দিয়ে ৩ উইকেট নেন। ২টি উইকেট নেন অভিমন্যু মিঠুন। ৩৩ রানে জেতে ভারতের কিংবদন্তিরা।

আরও পড়ুন:ইন্দোনেশিয়ায় ফুটবল ম্যাচ ঘিরে ঘটল মর্মান্তিক ঘটনা, নিহতের সংখ্যা ১৭৪

Previous articleEntertainment: এবার গান গেয়ে দ্বীপ কিনলেন গায়ক মিকা সিং!
Next articleকানপুরে ভয়াবহ ট্রাক্টর দুর্ঘটনা: মৃত অনেকে, শোকপ্রকাশ মমতার