Nobel Prize 2022: রসায়নে যুগান্তকারী আবিষ্কার, নোবেল পেলেন তিন বিজ্ঞানী

পদার্থবিদ্যার পর এবার রসায়নবিদ্যা। অণুর রাসায়নিক প্রক্রিয়া বা গঠন ও সংযুক্তি নিয়ে কাজ করে সাড়া ফেলে দিলেন তিন বিজ্ঞানী। যৌথভাবে নোবেল পেলেন বিজ্ঞানী ক্যারোলাইন আর বের্তোজি, মর্টেন মেলদাল এবং কে ব্যারি শার্পলেস।

রসায়ন শাস্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ এবং প্রচুর সম্ভাবনাময় দিক ‘ক্লিক কেমিস্ট্রি’ ও বায়োঅর্থগোনাল কেমিস্ট্রি’ নিয়ে নজিরবিহীন গবেষণা ও উদ্ভাবনী কাজ করার জন্য বুধবার ওই তিন বিজ্ঞানীকে নোবেল পুরস্কারে সম্মানিত করে ‘দ্য রয়েল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস’। গত বছর রসায়ন শাস্ত্রে নোবেল পুরস্কার পান বেঞ্জামিন লিস্ট ও ডেভিড ডব্লিউ সি ম্যাকমিলান নামের দুই বিজ্ঞানী। জৈব-অনুঘটন বিক্রিয়া আবিষ্কারের জন্য তাদের এই পুরস্কার দেওয়া হয়।

গত কয়েকদিন ধরে নানা ক্ষেত্রে নোবেল প্রাপকদের নাম ঘোষণার পালা শুরু হয়েছে। এর আগে চিকিৎসা ক্ষেত্র এবং পদার্থবিজ্ঞানে নোবেল প্রাপকদের নাম ঘোষণা হয়েছে। এরপর শুক্রবার অর্থনীতিতে নোবেল প্রাপকের নাম ঘোষণা হবে। ১০ তারিখ শান্তিতে নোবেল প্রাপকের নাম ঘোষণা হবে।

আরও পড়ুন- East Bengal: আইএসএলের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করল ইস্টবেঙ্গল


Previous articleEast Bengal: আইএসএলের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করল ইস্টবেঙ্গল
Next articleটুইটার কেনা থেকে পিছু হটলেন মাস্ক, ঋণ দেওয়া ব্যাঙ্কগুলো বিপাকে