আজ ফের অনুব্রতকে আদালতে পেশ

শুক্রবার ফের আদালতে তোলা হবে অনুব্রত মণ্ডলকে। এর আগে প্রভাবশালী তত্ত্ব দেখিয়ে আদালতে অনুব্রতর জামিনের আর্জি খারিজ করেন বিচারক। শুক্রবার ফের আসানসোল বিশেষ সিবিআই আদালতে তোলা হবে তাঁকে। এবার ফের তাঁর জামিনের আবেদনে জোরাল সওয়াল করবেন অনুব্রতর আইনজীবী।

আরও পড়ুন: অনুব্রতর জামাইবাবুকে দিল্লিতে তলব ইডির

গত শুনানিতে আদালতে সওয়াল জবাব চলাকালীন অনুব্রতর আইনজীবি চার্জশিটে অনুব্রতর রাজনৈতিক পরিচয় উল্লেখ নিয়ে আপত্তি তুলেছিলেন। এমনকি গরু পাচারে তাঁর মক্কেল যুক্ত এমন কোনও প্রমাণ নেই বলেও জানিয়েছিলেন অনুব্রতর আইনজীবী। তিনি প্রশ্নও তুলেছিলেন, রাজনৈতিক হিংসা চরিতার্থ করতেই কী তাঁর মক্কেলকে দিনের পর দিন জেলে রাখা হচ্ছে?

এরপরই বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীর কাছে জানতে চেয়েছিলেন, গরু পাচারের সঙ্গে অনুব্রতর যোগ ঠিক কোথায়? তদন্ত শেষ করতে আর কত দিন সময় লাগবে? উত্তরে সিবিআই-এর আইনজীবী জানিয়েছিলেন, তদন্ত শেষ হতে আরও দু’মাস।

দু’পক্ষের সওয়াল জবাব শেষে অনুব্রতর জামিনের আবেদন খারিজ হয়ে যায়। ফের ১৪ দিনের জেল হেফাজত হয় তাঁর। আজ ফের অনুব্রতকে আদালতে তোলা হবে। তবে আজ আদালতে কেন্দ্রীয় সংস্থা কী নতুন তথ্য দেয়, সেটাই দেখার।

Previous articleভারতেও চালু টুইটারের ‘ব্লু টিক’পরিষেবা,সাবস্ক্রাইব করতে খসবে কত টাকা?
Next articleমাতৃত্বকালীন ছুটিতেই জানতে পারলেন ‘চাকরি আর নেই’, সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট মেটা কর্মীর