ফাইনালে হারের হতাশার জেরে ফ্রান্সের রাস্তায় বিশৃঙ্খলা, নিয়ন্ত্রণে লাঠিচার্জ পুলিশের

কিন্তু গতকাল রাতে স্বপ্নভঙ্গের পর সেই আবেগর অন্যরকম প্রকাশ ঘটল ফ্রান্সের বেশ কিছু শহরে। গতকাল রাতে আর্জেন্তিনা জয়ের শেষ গোলটি করার পর থেকেই বেশ কিছু জায়গা থেকে বিশৃঙ্খলার খবর আসতে থাকে।

দীর্ঘ সাড়ে তিন দশকের অপেক্ষার অবসান। ১৯৮৬ মরক্কো বিশ্বকাপের পর ফের ২০২২ কাতার (Qatar World Cup)। ৩৬ বছর পর ফের একবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে আর্জেন্তিনা (Argentina)। অন্যদিকে, পরপর দু’বার বিশ্বকাপ জয়ের সুযোগ হাতছাড়া হল ফ্রান্সের(France)। খুব স্বাভাবিকভাবেই অনেক ফরাসি ফুটবল ভক্তদের হৃদয় ভেঙেছে।

কিন্তু গতকাল রাতে স্বপ্নভঙ্গের পর সেই আবেগর অন্যরকম প্রকাশ ঘটল ফ্রান্সের বেশ কিছু শহরে। গতকাল রাতে আর্জেন্তিনা জয়ের শেষ গোলটি করার পর থেকেই বেশ কিছু জায়গা থেকে বিশৃঙ্খলার খবর আসতে থাকে। ঝাঁকে ঝাঁকে মানুষ রাস্তায় নেমে আসেন। কোনও কোনও জায়গায় মারপিট ও ভাঙচুরের ঘটনাও ঘটে। পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পর্যন্ত করতে হয়। পুলিশের (Police)  দিকে ধেয়ে আসে ইট-পাটকেল ও আতশবাজি।

 

Previous articleবিশ্বকাপে গোল্ডেন গ্লাভ জয়ের পরে বিতর্কিত স্টাইলে সেলিব্রেশন মার্টিনেজের, নিন্দার ঝড়
Next articleযা কিছু শুভ! বিশ্ব জয়ের পর গোলপোস্টের নেট কেন পোড়ালেন মেসিরা?