সিকিম, মেঘালয়ের পর শুক্রের সকালে ভূ*মিকম্পে কেঁপে উঠল জম্মু! বড় বিপদের আশঙ্কায় ভূবিজ্ঞানীরা

তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পের জেরে প্রাণ গিয়েছে প্রায় ৫০ হাজার মানুষের। জখম বহু। ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজে হাত বাড়িয়েছে বিশ্বের একাধিক দেশ।এরইমধ্যে শুক্রবার কাকভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মুর কাটরা শহর। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৫।

আরও পড়ুন:ভূমিকম্পে ভৌগোলিক অবস্থান বদল তুরস্কের! চিন্তায় ভূবিজ্ঞানীরা

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, শুক্রবার ভোর পাঁচটা নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে জম্মুর কাটরা শহর।ভূমিকম্পের উৎসস্থল ছিল, কাটরা থেকে ৯৭ কিলোমিটার পূর্বে মাটির ১০ কিলোমিটার গভীরে।যদিও এই ঘটনায় এখনও কোনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।তবে ভূমিকম্পের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

গতকাল ভোরেই ভূমিকম্পে কেঁপে উঠেছিল মেঘালয় রাজ্য। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৯।তাঁর আগে গত সোমবার ভূমিকম্পে কেঁপে ওঠে সিকিমের কিছু অংশ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩। সিকিমে ভূমিকম্পের উৎস ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে।এই পরিস্থিতিতে বড়সড় আশঙ্কার প্রহর গুণছেন ভূবিজ্ঞানীরা। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, উত্তর-পশ্চিম হিমালয়ে অদূর ভবিষ্যতে রিখটার স্কেলে ৮ মাত্রার ভূমিকম্পের আশঙ্কা রয়েছে।

 

 

Previous articleবরকে ‘ভাই’ বলে ডাকতেন স্বরা?ভাইরাল দু’জনের কথোপকথন
Next articleত্রিপুরায় সরকার গঠনে “কিং মেকার” তিপ্রার মহারাজা! ভোটের হারে হতাশ বিজেপি