বারাসাত পুলিশ জেলার উদ্যোগে শাসনে ক্রিকেট টুর্নামেন্ট

এলাকার তরুণ ছেলেদের খেলার মাঠে ফিরিয়ে আনতে অভিনব উদ্যোগ গ্ৰহণ করলো উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত জেলা পুলিশ। চলতি মাসের ৩-৫ তারিখ পর্যন্ত শাসন থানার পরিচালনায় কমিউনিটি পুলিশিং এর সৌহার্দ্য ক্রিকেট কাপের সুচনা হয় সোমবার। শাসনের সরদারহাটি জনকল্যান সংঘের মাঠে উপস্থিত হয়ে রাজ্য সরকারের কর্মকাণ্ড তুলে ধরেন এসডিপিও সৌমজিৎ বড়ুয়া। তিনি বলেন তরুণ প্রজন্মের প্রতিনিধিদের মাঠমুখি করতে এই উদ্যোগ নেওয়া হলো। উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ তথা বিশিষ্ট সমাজসেবী একেএম ফারহাদ বলেন রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যেভাবে রাজ্যজুড়ে উন্নয়নের পাশাপাশি সামাজিকিকরণ চলছে তা অনন্য। তরুণ প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে মোবাইল ফোনের আসক্তি কমিয়ে মারমুখী এই উদ্যোগ সাধুবাদ যোগ্য। তিনি আশা প্রকাশ করেন আগামী দিনে এই শাসনের মাটি থেকে তরুণ খেলোয়াড় রাজ্য তথা দেশের মুখ উজ্জ্বল করবে। শাসন থানার আইসি মনিরুল ইসলাম সরকারের বক্তব্যে উঠে আসে খেলাধুলা চরিত্র গঠনে যেমন ভুমিকা গ্ৰহন করে শরীর,মন সুস্থ রাখে।তাই নবপ্রজন্মের কাছে বার্তা পৌঁছে দিতে এইধরনের সামাজিক কর্মসূচি আরও বেশি গ্ৰহণ করা হবে। এদিনের ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শম্ভুনাথ ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, ইফতিখার উদ্দিন, প্রধান,
রবিউল ইসলাম, আব্দুল মান্নান, সমাজসেবী আরসাদ খান, নাইমুল ইসলাম বাপি, মিন্টু, মধু মল্লিক, আখের আলি প্রমুখ।

আরও পড়ুন- শিশু-নাবালকদের আইনি কঠোরতা থেকে মুক্ত রাখার ভাবনা রাজ্যের, সাহায্যে ইউনিসেফ

Previous articleশিশু-নাবালকদের আইনি কঠোরতা থেকে মুক্ত রাখার ভাবনা রাজ্যের, সাহায্যে ইউনিসেফ
Next articleবারাসাত ব্লকে দুয়ারে সরকার ক্যাম্পে কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ