চলতি আইপিএল-এ প্রথম জয় পেয়ে কী বললেন চেন্নাই অধিনায়ক?

তবে মরশুমে প্রথম জয় তাও আবার ঘরের মাঠে, তাতে খুশি ধোনি। তিনি বলেন,"দুর্দান্ত ম্যাচ।

সোমবার আইপিএল-এ প্রথম জয় পায় চেন্নাই সুপার কিংস। লখনৌ সুপার জায়ান্টসকে হারায় ১২ রানে। ম‍্যাচ জিতলেও বোলারদের পারফরম্যান্সে খুশি নন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বললেন,আমাদের দলের পেসারদের একটু উন্নতির প্রয়োজন।

চেন্নাই ম‍্যাচের পর ধোনি বলেন,” উইকেট মন্থর হলেও এই পিচে রান করা সহজ ছিল। ঘরের মাঠে আগামী ছ’টি ম্যাচে কেমন পিচ হয়, সেই দিকে নজর থাকবে। আশা করব সেই ম্যাচগুলিতেও রান করতে পারব। আমাদের দলের পেসারদের একটু উন্নতি প্রয়োজন। পরিস্থিতি অনুযায়ী বল করতে হবে তাদের। পাটা পিচ হলেও ব্যাটারদের বাধ্য করতে হবে ফিল্ডারদের মাথার উপর দিয়ে বল মারার জন্য। নো বল করা যাবে না। প্রচুর অতিরিক্ত রান দিয়েছি আমরা। এটা কমাতেই হবে।”

তবে মরশুমে প্রথম জয় তাও আবার ঘরের মাঠে, তাতে খুশি ধোনি। তিনি বলেন,”দুর্দান্ত ম্যাচ। প্রচুর রান উঠল। অনেক বছর পর এখানে খেলতে নেমেছিলাম। মাঠভর্তি লোক দেখে ভাল লাগছে।”

আরও পড়ুন:আজ আইপিএল-এর পরবর্তী ম‍্যাচে নামছে দিল্লি, প্রতিপক্ষ গুজরাত


 

Previous article‘ধর্নাভঙ্গ’ সুকান্তর! অ.শান্তি রুখতে খোলা হল মঞ্চ
Next articleশান্তি প্রতিষ্ঠায় দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: রিষড়ায় গিয়ে বার্তা রাজ্যপালের