‘ভবিষ্যৎ ক্রেডিট কার্ড’, ব্যাঙ্কের দেওয়া ঋণের একশো শতাংশ গ্যারান্টি নেবে রাজ্য!

রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য ‘ভবিষ্যৎ ক্রেডিট কার্ড’-এর ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই নতুন প্রকল্পের আওতায় ১৮ থেকে ৪৫ বছরের যুবক-যুবতীদের এককালীন ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তার ব্যবস্থা করবে রাজ্য। এবার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের মাধ্যমে বেকার যুবক-যুবতীদের ব্যাংক ঋণ দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হল রাজ্য সরকার ।

রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দপ্তরের প্রধান সচিব রাজেশ পান্ডে সোমবার ক্রেডিট গ্যারান্টি ট্রাস্ট ফান্ডের সিইও সন্দীপ ভার্মার সঙ্গে নবান্নে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। এর ফলে সংশ্লিষ্ট সংস্থা ব্যাংক ঋণের ৮৫ শতাংশ গ্যারান্টি দেবে। অন্যদিকে রাজ্য সরকার ১৫ শতাংশ গ্যারান্টি বহন করবে। বকলমে ব্যাঙ্কের দেওয়া রকমের ১০০ শতাংশ জামিনদার হল সরকার। ফলে এবার সব ধরনের সরকারি, রাষ্ট্রায়ত্ত, সমবায় ও বেসরকারি ব্যাংক এই প্রকল্পে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ দিতে আর পিছপা হবে না বলে মনে করছে রাজ্য। আবার ঋণের অঙ্কের ১০% ভর্তুকি দেবে রাজ্য সরকার।

আরও পড়ুন- এনজেপি স্টেশনের কাছে কামাখ্যা এক্সপ্রেসে চলল গু.লি! মৃত ১

Previous articleএনজেপি স্টেশনের কাছে কামাখ্যা এক্সপ্রেসে চলল গু.লি! মৃ.ত ১
Next article“নিউ এজ পাবলিক রিলেশনস” বইয়ের উদ্বোধন