২০২৩ ঘরোয়া ক্রিকেট মরশুমের সূচি প্রকাশ ভারতীয় ক্রিকেট বোর্ডর।। আইপিএলের পরই শুরু হয়ে যাচ্ছে ২০২৩-এর ঘরোয়া ক্রিকেট মরশুম। এবারের মরশুম শুরু হবে দলীপ ট্রফি দিয়ে। ২৮ জুন শুরু হবে দলীপের খেলা। সবশেষে রঞ্জি ট্রফি হবে ৫ জানুয়ারি থেকে।

কোভিডের জন্য তিন বছর বন্ধ থাকার পর ফিরছে দেশের অন্যতম প্রাচীন টুর্নামেন্ট দেওধর ট্রফি। আর ফিরেই গুরুত্ব পাচ্ছে সীমিত ওভারের এই টুর্নামেন্ট। দেওধর ট্রফির খেলা হবে জুলাই-আগাস্ট মাসে। আর দেশের মাঠে ৫০ ওভারের বিশ্বকাপ হবে তারপরই অক্টোবর-নভেম্বরে। শেষবারের এই টুর্নামেন্টে ভারত ‘এ’, ‘বি’ ও ‘সি’ দল অংশ নিয়েছিল। এবার অবশ্য আঞ্চলিক ভিত্তিতে খেলা হবে। দেওধরে অংশ নেবে ছ’টি আঞ্চলিক দল।

এছাড়া ইরানি কাপের খেলা হবে রাজকোটে ১-৫ অক্টোবর। সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টের খেলা হবে অক্টোবর-নভেম্বরে। সেইসময় অবশ্য বিশ্বকাপ চলবে। এরপর আছে বিজয় হাজারে ট্রফির খেলা। দলীপে লাল বলের ক্রিকেট দিয়ে যেমন ঘরোয়া মরশুম শুরু হবে, তেমনই শেষ হবে লাল বলেরই ক্রিকেট দিয়ে। বোর্ডের সূচি অনুযায়ী ২০২৪-এর জানুয়ারিতে রঞ্জি ট্রফি শুরু হয়ে শেষ হবে মার্চে।

ঘরোয়া মরশুমের সূচি এইরকম
দলীপ ট্রফি : ২৮ জুন – ১৬ জুলাই
দেওধর ট্রফি : ২৪ জুলাই – ৩ অগাস্ট
ইরানি কাপ : ১ – ৫ অক্টোবর
সৈয়দ মুস্তাক আলি ট্রফি : ২৩ নভেম্বর – ১৫ ডিসেম্বর
রঞ্জি ট্রফি : ৫ জানুয়ারি – ১৪ মার্চ ২০২৪

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস
