Saturday, November 29, 2025

কর্মসূচি চালিয়ে যাব: বনধকে ফুঁৎকারে উড়িয়ে বার্তা অভিষেকের

Date:

Share post:

পঞ্চায়েত ভোটকে(Panchayat election) মাথায় রেখে তৃণমূলের নব জোয়ার কর্মসূচি নিয়ে ময়দানে নেমে পড়েছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। দু মাসের এই কর্মসূচিতে গোটা রাজ্য সফর করবেন তিনি। কোচবিহার(Cooch Bihar) থেকে শুরু হওয়া এই কর্মসূচির মাঝেই কালিয়াগঞ্জ কাণ্ডের প্রতিবাদে আগামী শুক্রবার বনধের ডাক দিয়েছে গেরুয়া শিবির। বনধের দিন অভিষেকের কর্মসূচির কী হবে? সে প্রশ্নের জবাব বৃহস্পতিবার স্পষ্টভাবে দিয়ে দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। জানিয়ে দিলেন, কর্মসূচি চালিয়ে যাব।

কালিয়াগঞ্জে ছাত্রীমৃত্যু ও পুলিশের গুলিতে রাজবংশী যুবকের মৃত্যুর প্রতিবাদে শুক্রবার উত্তরবঙ্গ বন্‌ধের ডাক দিয়েছে বিজেপি (BJP)। স্বাস্থ্য পরিষেবা ও শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষাকে এর আওতার বাইরে রাখা হয়েছে। বনধের দিনে অভিষেকের কর্মসূচির ভবিষ্যৎ কি হবে তা নিয়ে প্রশ্ন উঠতেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, ‘জনসংযোগ যাত্রা’ কিংবা ‘গ্রামবাংলার মতামত’ কোনও কর্মসূচিই তিনি বন্ধ রাখবেন না। নিজের কাজ চালিয়ে যাবেন। বৃহস্পতিবার আলিপুরদুয়ারের কুমারগ্রাম, কালচিনি, মাদারিহাটে একাধিক জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুমারগ্রামের সভা থেকে এদিন কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান তিনি।

কুমার গ্রামের সভা থেকে অভিষেক বলেন, “দিল্লিতে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে প্রচুর টাকা খরচ হচ্ছে। আর ১০০ দিনে কাজে বাংলার সাধারণ, দরিদ্র মানুষের জন্য টাকা দেওয়া হচ্ছে না। আমরা আপনাদের ন্যায্য অধিকারের জন্য লড়ছি, লড়ব।” অভিষেকের আরও বক্তব্য, “২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় ভাল ফল করতে পারেনি বিজেপি, মানুষ প্রত্যাখ্যান করেছে তাদের। সেই আক্রোশে বাংলার প্রাপ্য দিচ্ছে না কেন্দ্র।”

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...