কেকেআরের বিরুদ্ধে ম‍্যাচ হেরেও নজির গড়লেন বিরাট

চলতি আইপিএলে ব্যাট হাতে ভাল ছন্দে রয়েছেন আরসিবির প্রাক্তন অধিনায়ক কোহলি। আরসিবির হয়ে এখনও পযর্ন্ত ৮টি ম্যাচে ৩৩৩ রান তাঁর।

বুধবার ঘরের মাঠ চিন্নাস্বামীতে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম‍্যাচ হারে রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোর। ব‍্যাঙ্গালোরের হয়ে একা লড়াই করেন বিরাট কোহলি। কেকেআরের বিরুদ্ধে ৫৪ রান করেন তিনি। তবে অর্ধশতরান করে ম‍্যাচ জিততে না পারলেও, অনন্য নজির গড়েন বিরাট। সবধরনের টি-২০ ক্রিকেট মিলিয়ে একটি নির্দিষ্ট মাঠে সব থেকে বেশি রান করার নজির গড়েছেন কিং কোহলি।

কলকাতার বিরুদ্ধে ৩৭ বলে ৫৪ রানের ইনিংস খেলেছেন বিরাট। ৫৪ রান করায় বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে এখনও পযর্ন্ত টি-২০-তে ৩০০০ রানের গণ্ডি পার করলেন কোহলি। এবারের আইপিএল শুরু হওয়ার পরে প্রথম ব্যাটার হিসাবে শুধু আইপিএলেই চিন্নাস্বামীতে ২৫০০ রান করার নজির গড়েছিলেন বিরাট। এবার আরও এক নজির গড়লেন তিনি। এখনও পযর্ন্ত আইপিএল ও ভারতের হয়ে চিন্নাস্বামীতে ৩০১৫ রান করেছেন বিরাট।

চলতি আইপিএলে ব্যাট হাতে ভাল ছন্দে রয়েছেন আরসিবির প্রাক্তন অধিনায়ক কোহলি। আরসিবির হয়ে এখনও পযর্ন্ত ৮টি ম্যাচে ৩৩৩ রান করে কমলা টুপির দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি।

আরও পড়ুন:জয়ে ফিরেও শান্তি নেই দিল্লি শিবিরে, একাধিক নিয়ম জারি ক্রিকেটারদের ওপর : সূত্র


 

Previous articleকিমকে হুঁশিয়ারি আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার! পাল্টা ‘উস্কানির’ অভিযোগ চিনের
Next articleবার্সেলোনায় কি মেসি? জল্পনা তুঙ্গে