সাংগঠনিক বৈঠকে মালদার নেতৃত্বকে একগুচ্ছ দাওয়াই অভিষেকের

উত্তরের সফর সেরে শুক্রবার মুর্শিদাবাদে পা রেখেছেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি(all India TMC general secretary) অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Bandopadhyay)। তবে তার আগে মালদায়(Maldah) সাংগঠনিক বৈঠক করলেন তিনি। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে(Panchayat election) মাথায় রেখে এই সভায় দলীয় নেতৃত্বকে একগুচ্ছ পরামর্শ দিলেন তৃণমূলের যুবরাজ। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে এই বৈঠকে নানান রণকৌশলের কথা তুলে ধরেন তিনি। পাশাপাশি তৃণমূলের নব জোয়ার কর্মসূচি নিয়ে মালদা জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন তিনি।

শুক্রবার সকালে মালদা জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি সহ ১৬ টি ব্লক সভাপতি,৭ জন বিধায়ক ও অন্যান্য নেতৃত্বকে নিয়ে সাংগঠনিক সভা করেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কীভাবে সংগঠন আরও জোরদার করতে হবে তা বাতলে দেন। শুধু তাই নয়, যেসব জায়গায় সমস্যা রয়েছে জেলা সভাপতিকে সেগুলি দ্রুত সমাধান করার নির্দেশ দেন।পাশাপাশি দলীয় সমন্বয় বজায় রেখে সকল নেতৃত্বকে কাজ করার আহ্বান জানান তিনি। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলের রণকৌশল কি হবে তা নিয়ে দেন স্পষ্ট নির্দেশিকা।

তবে একগুচ্ছ নির্দেশিকার পাশাপাশি তৃণমূলের নব জোয়ার কর্মসূচি নিয়ে মালদা জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন অভিষেক। কাতারে কাতারে মানুষ, জন প্লাবন, সাধারণ মানুষ ও তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের প্রতি আস্থা জ্ঞাপন করে এই কর্মসূচির সাফল্যের কথা তুলে ধরেন। এদিনের সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন মালদহ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আবদূর রহিম বক্সী, আইএনটিটিইউসি জেলা সভাপতি শুভদীপ সান্যাল, মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি মৃণালিনী মাইতি।পাশাপাশি এদিন কিষান জাতির এক প্রতিনিধি দলের সঙ্গেও এদিন সাক্ষাৎ করেন অভিষেক। তাঁদের বিভিন্ন সমস্যার কথা শুনে সেগুলি নিয়ে আলোচনা করেন। এরপর ইংরেজবাজারের সুস্থানি মোড় থেকে তিনি ফরাক্কার উদ্দেশ্যে রওনা দেন।

আরও পড়ুন- আসছে ‘মোকা’, ঘূর্ণিঝড় মোকাবিলায় কন্ট্রোল রুম খুলছে সেচ দফতর

Previous articleছোটবেলা থেকেই অভিনেত্রীকে বিয়ে করার স্বপ্ন বিরাটের, ভিডিও প্রকাশ আরসিবির
Next articleক্রাচ ছাড়া হাটছেন পন্থ, ভিডিও প্রকাশ স্বয়ং ঋষভের