কর্ণাটকে ম্যাজিক ফিগারের পথে কংগ্রেস, দিল্লির দফতরে উচ্ছ্বাস কর্মী সমর্থকদের

গণনার ট্রেন্ড দেখেই গতি আনন্দে মাতলেন কংগ্রেস কর্মী সমর্থকরা। শনিবার সকালে নয়াদিল্লিতে দলের সদর দফতরে ঢোল নিয়ে নাচতে দেখা গেল কংগ্রেস কর্মীদের।

কর্নাটকের (Karnataka) মসনদে কি শেষ পর্যন্ত কংগ্রেসই বসতে চলেছে? গণনার প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী বিজেপিকে (BJP) টেক্কা দিয়ে বেশ খানিকটা এগিয়ে রয়েছে কংগ্রেস (Congress)। শনিবার সকাল ৮টায় গণনার শুরু হতেই কংগ্রেস এবং বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তবে যত সময় এগোচ্ছে, ততই বিজেপিকে পিছনে ফেলে এগোচ্ছে কংগ্রেস। এদিকে গণনার ট্রেন্ড দেখেই গতি আনন্দে মাতলেন কংগ্রেস কর্মী সমর্থকরা। শনিবার সকালে নয়াদিল্লিতে দলের সদর দফতরে ঢোল নিয়ে নাচতে দেখা গেল কংগ্রেস কর্মীদের। এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে।

প্রতিবেদন লেখার সময় দেখা যাচ্ছে কংগ্রেস এগিয়ে রয়েছে ১০৪টি আসনে। বিজেপি এগিয়ে রয়েছে ৮৩টি আসনে। জেডিএস (JDS) এগিয়ে ২৩টি আসনে। ২২৪ আসনের কর্নাটক বিধানসভায় ম্যাজিক ফিগার ১১৩। শেষ পর্যন্ত একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে কংগ্রেস কর্নাটকে ক্ষমতা দখল করে কি না, তা কয়েক ঘণ্টার মধ্যেই স্পষ্ট হয়ে যাবে। তবে জেতার ব্যাপারে যদিও আত্মবিশ্বাসী সব পক্ষই। তবে বুথ ফেরত সমীক্ষায় কংগ্রেসই এগিয়ে ছিল অধিকাংশ ক্ষেত্রে। আবার কিছু কিছু বুথ ফেরত সমীক্ষায় ফল ত্রিশঙ্কু হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত কর্নাটকে ভোটের লড়াইয়ে জয় কার হবে, তা দিনের শেষেই স্পষ্ট হবে। তবে প্রাথমিক পর্যায়ে নিঃসন্দেহে এগিয়ে রয়েছে কংগ্রেস।

২০১৮-র রেকর্ড ভেঙে কর্নাটকে এবার ভোট পড়েছে ৭৩.১৯ শতাংশ। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে দাক্ষিণাত্যের একমাত্র রাজ্যে ক্ষমতা ধরে রাখতে মরিয়া বিজেপি। নির্বাচনের আগে ১৯টি সভা ও ৬টি রোড শো করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রচারে নামেন অমিত শাহ, জেপি নাড্ডারাও। লড়াইয়ে টক্কর দিতে রাহুল, সনিয়া থেকে শুরু করে মল্লিকার্জুন খাড়গে, সকলেই প্রচার করেছেন কর্নাটকে। ২০১৮-য় কর্নাটক বিধানসভার নির্বাচনে বিজেপি ১০৪টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল হলেও সরকার গড়তে পারেনি। কংগ্রেসের সমর্থন নিয়ে সরকার গড়ে জেডিএস। মুখ্যমন্ত্রী হন এইচ ডি কুমারস্বামী। কিছুদিনের মধ্যেই পট পরিবর্তন। কংগ্রেস এবং জেডিএস-এর ১৭ জন বিধায়ক একসঙ্গে বিদ্রোহ ঘোষণা করেন। দলত্যাগ বিরোধী আইনে তাঁদের বিধায়ক পদ খারিজ করে দেন স্পিকার।

 

 

 

Previous articleদীর্ঘ নাটকের অবসান! বাড়ি ফিরেই বিস্ফো.রক ইমরান
Next articleচরম ঘূর্ণিঝড়ের রূপ নিল মোকা! কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস