Wednesday, November 12, 2025

পঞ্চায়েত নির্বাচনের আগে বড় পদক্ষেপ! রাজ্যের অতিরিক্ত নির্বাচন কমিশনারের দায়িত্বে সঞ্জয় বনশল

Date:

Share post:

আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) দিন ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। ইতিমধ্যে মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছে রাজ্যের একাধিক জেলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পুলিশকে। আর এমন আবহে বড় সিদ্ধান্ত নিল রাজ্য। বুধবার রাজ্য নির্বাচন কমিশনের অতিরিক্ত কমিশনার হিসাবে নয়া দায়িত্ব পেলেন আইএএস সঞ্জয় বনশল (Sanjay Banshal)। সূত্রের খবর, কমিশনার রাজীব সিনহাকে (Rajib Sinha) সাহায্য করার জন্যই তাঁকে অতিরিক্ত কমিশনার (Additional Commissioner) হিসেবে নিয়োগ করা হয়েছে। জানা গিয়েছে, বুধবার থেকেই দায়িত্বগ্রহণ করেছেন তিনি।

কয়েকদিন আগেই রাজ্যের নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন রাজীব সিনহা। দায়িত্ব নেওয়ার পরেই তিনি রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করেছেন। এর মধ্যেই পঞ্চায়েত নির্বাচন নিয়ে একের পর এক মামলাও চলছে হাই কোর্টে। রয়েছে ভোটের নিরাপত্তা নিশ্চিত করার কাজও। সব মিলিয়ে আগামী কয়েকদিন নির্বাচন কমিশনের কাজের চাপ যে অনেকটাই বাড়বে তা দিনের আলোর মতো পরিষ্কার। আর এমন আবহে সঞ্জয় বনশল সেই সমস্ত কাজে রাজীব সিনহাকে সাহায্য করবেন। আর সেকারণেই তাঁকে নতুন দায়িত্বে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে আইএএস কর্তা সঞ্জয় এর আগে অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের সচিব পদের দায়িত্ব সামলেছেন। তবে এবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচন পরিচালনার কাজে নবনিযুক্ত নির্বাচন কমিশনার রাজীবকে সাহায্যে করবেন তিনি। মূলত পঞ্চায়েত নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেদিকে তাকিয়ে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে রাজ্য। আর সেদিকে তাকিয়ে এমন সিদ্ধান্ত বেশ গুরুত্বপূর্ণ বলেই মত অভিজ্ঞ মহলের।

 

 

 

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...