৩০ মিনিটে ১২ কেজির সিঙ্গাড়া খেলেই নগদ ৭১ হাজারের জ্যাকপট, কোথায় পাবেন? জানুন

১২ কেজি ওজনের ‘বাহুবলি’ সিঙ্গাড়া! আবার যদি কেউ সেই সিঙ্গাড়া ৩০ মিনিটে খেতে পারেন সেক্ষেত্রে রয়েছে ৭১০০০ টাকার জ্যাকপট! ভাবছেন কোথায় পাবেন এই সিঙ্গাড়া?

জানা গিয়েছে মীরাটের লালকুর্তির কৌশল সুইটস-এ তৈরি হয়েছে এমন সিঙাড়া। দোকানের মালিক শুভম কৌশল জানিয়েছেন, সিঙাড়া বহু পরিচিত খাবার। তাই এটি নিয়েই নতুন কিছু করার ইচ্ছে ছিল তাঁর। সেই কারণেই তৈরি হয়েছে ‘বাহুবলী’ সিঙাড়া। ওজন ১২ কেজি। সঙ্গে রয়েছে একটি আকর্ষণীয় চ্যালেঞ্জও। এই বাহুবলি সিঙ্গাড়া যে ৩০ মিনিটে খেয়ে ফেলতে পারবে সে পাবে নগদ ৭১০০০ টাকা পুরস্কার। অনেকেই আবার জন্মদিনে কেকের পরিবর্তে অর্ডার দিচ্ছেন এই বাহুবলি সিঙ্গাড়ার।

অদ্ভুদ এই সিঙ্গাড়ার পুরে রয়েছে আলু, মটরশুঁটি, পনির ও ড্রাই ফ্রুট। এক একটি সিঙ্গাড়ার দাম ১৫০০ টাকা। একটি সিঙ্গাড়া বানাতে প্রায় ৬ ঘন্টা সময় লাগে কারিগরের। এখনও পর্যন্ত ৪০-৫০টি সিঙ্গাড়র অর্ডারও পেয়েছেন দোকানের মালিক। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল এই বাহুবলি সিঙ্গাড়া।

আরও পড়ুন- সত্যের অপলাপ করছেন রাজ্যপাল! সরকারি টাকায় পোশাক কিনলে রাজভবনে অডিট হোক: দাবি কুণালের