৮ জুলাই ছুটি ঘোষণা রাজ্য সরকারের, কোন কোন ক্ষেত্রে নিয়ম লাগু!

৮ জুলাই এক দফায় রাজ্যের ২২ জেলায় পঞ্চায়েত নির্বাচন (Panchayat Vote)। সে কারণে ওইসব জেলায় পঞ্চায়েত ভোটের দিনটি সাধারণ ছুটির দিন হিসেবে ঘোষণা করল রাজ্য সরকার (State Government)।

সোমবার নবান্নে অর্থ দফতর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
• যে সমস্ত এলাকায় ভোট হবে সেখানে সমস্ত রাজ্য সরকারি ও আধা সরকারি দফতর, পঞ্চায়েত, নিগম, পর্ষদ ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
• যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি দফতর ভোটকেন্দ্র হিসেবে বা অন্য কোন নির্বাচনী কাজে ব্যবহার করা হবে সেখানে ৬ জুলাই থেকে স্থানীয়ভাবে ছুটি ঘোষণা করা হবে।
• পঞ্চায়েতের ভোটদাতা বেসরকারি শিল্প সংস্থা বা প্রতিষ্ঠানে নিযুক্ত শ্রমিকদের সেদিন সবেতন ছুটি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- ‘পিস রুম’ খুলে এক্তিয়ার বহির্ভূত কাজ করেননি! মন্তব্য রাজ্যপালের

Previous article‘পিস রুম’ খুলে এক্তিয়ার বহির্ভূত কাজ করেননি! মন্তব্য রাজ্যপালের
Next articlePanchayat Election 2023: স্ক্রুটিনির পর ৩১৬৪ মনোনয়নপত্র বাতিল, জানাল কমিশন