‘৬টি মুসলিম দেশে ২৬টি বো.মা ফেলেছিলেন’, ওবামাকে নিশানা নির্মলার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফর চলাকালীন ভারতে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা ।তিনি বলেন, মুসলিমদের মানবাধিকারে নজর না দিলে ভারত খণ্ড খণ্ড হতে পারে। তার পাল্টা উত্তর দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

আরও পড়ুন:এশিয়ান গেমসের ট্রায়াল নিয়ে বিতর্ক, নতুন দাবি বিনেশ ফোগট, বজরং পুনিয়াদের

রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্মলা প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে নিশানা করেন । অর্থমন্ত্রী বলেন, ‘আমি তো ওবামার মন্তব্যে স্তম্ভিত। প্রধানমন্ত্রী যখন আমেরিকায় ভারতের হয়ে কথা বলছিলেন, ঠিক সেই সময় ভারতে মুসলিমদের নিয়ে মুখ খুলেছেন তিনি! আমরা তো আমেরিকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই। কিন্তু সেখানেও এমন একজনের থেকে আমাদের কথা শুনতে হবে, যিনি নিজে প্রেসিডেন্ট থাকার সময়ে ছ’টি মুসলিম প্রধান দেশে ২৬ হাজারেরও বেশি বোমা ফেলেছিলেন! তাঁর অভিযোগ কি আদৌ বিশ্বাসযোগ্য?’

এদিন নির্মলা আরও বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি তো আমেরিকায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্পষ্ট বলেছেন এ দেশের সরকার সবকা সাথ সবকা বিকাশের নীতিতে চলে। এ দেশে কোনও সম্প্রদায়ের প্রতিই বিদ্বেষমূলক আচরণ করা হয় না। কিন্তু বিরোধীরা তো সে কথা মানতে নারাজ।’

Previous articleএশিয়ান গেমসের ট্রায়াল নিয়ে বিতর্ক, নতুন দাবি বিনেশ ফোগট, বজরং পুনিয়াদের
Next articleভোটের সময়ে ভয় দেখাতে পারে BSF, গুলি চললে গ্রেফতার করুন: কড়া বার্তা মুখ্যমন্ত্রীর