Monday, May 5, 2025

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ভারতের গ্রুপে কাতার-কুয়েত, এশিয়ান গেমসেও সহজ গ্রুপে টিম ইন্ডিয়া

Date:

Share post:

বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে ছিল ২০২৬ বিশ্বকাপের প্রাথমিক পর্যায়ের যোগ্যতা অর্জন পর্বের (এএফসি) গ্রুপ বিন্যাস। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ভারত রয়েছে গ্রুপ ‘এ’-তে। আর ভারতের সঙ্গে এই গ্রুপে রয়েছে কাতার, কুয়েত এবং আফগানিস্তান ও মঙ্গোলিয়া ম্যাচের বিজয়ী দল। আপাতদৃষ্টিতে এবার সহজ গ্রুপে ভারত।

প্রসঙ্গত কিছুদিন আগেই কুয়েতকে হারিয়ে ২০২৩ সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী হয় ভারত। অন্যদিকে আফগানিস্তান এবং মঙ্গোলিয়া এই দুই দেশের তুলনায় ভারতীয় দল খাতায়-কলমে বেশ কিছুটা এগিয়ে। গত এশিয়ান কাপ চ্যাম্পিয়ন এবং ২০২২ বিশ্বকাপ আয়োজক দেশ কাতার, কঠিন প্রতিপক্ষ হলেও কাতারের মাঠে কাতারের বিরুদ্ধে ড্র করে আসার সম্প্রতি রেকর্ডও রয়েছে ভারতের। তাই কিছুটা আশা বুক বাঁধছে ভারতবাসী।

এদিকে এদিনই এশিয়ান গেমসে গ্রুপবিন্যাসও হয়ে গেল। অপেক্ষাকৃত সহজ গ্রুপে ভারত। ২০২৩ সালের এশিয়ান গেমসে গ্রুপ ‘এ’-তে আছে ভারতীয় পুরুষ ফুটবল দল। এই গ্রুপে আছে চিন, বাংলাদেশ এবং মায়ানমার। সাম্প্রতিক ফিফা র‌্যাঙ্কিং অনুযায়ী, ভারতের আগে একমাত্র চিন আছে। তবে চিন যে অনেকটা এগিয়ে, তা নয়। চিন আছে ৮০ নম্বরে। ভারতের র‍্যাঙ্কিং ৯৯। বাংলাদেশ আছে ১৮৯ নম্বরে। মায়ানমার আছে ১৬০ নম্বরে।

২০২৩ সালের এশিয়ান গেমসে ভারতীয় ছেলেরা সহজ গ্রুপে পরলেও, কঠিন গ্রুপে ভারতের মেয়েরা। ভারতের মহিলা ফুটবল দল পরেছে গ্রুপ ‘বি’-তে । সেই গ্রুপে আছে থাইল্যান্ড এবং চাইনিজ তাইপেই।

একেবারেই শেষমুহূর্তে এশিয়ান গেমসে খেলার সুযোগ পায় ভারতীয় ফুটবল। গতকালই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর জানান এশিয়ান গেমসে খেলবে টিম ইন্ডিয়া। এরপরই বৃহস্পতিবার এশিয়ান গেমসে ফুটবলের ড্র আয়োজিত হয়। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে এশিয়ান গেমস শুরু হলেও ফুটবল টুর্নামেন্ট শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে। আগামী ৭ অক্টোবর হবে ফাইনাল।

আরও পড়ুন:ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে নামার আগে দেশে ফেরানো হল টিম ইন্ডিয়ার এই তারকা বোলারকে : সূত্র

spot_img
spot_img

Related articles

ভালোবাসার অসাধারণ দৃষ্টান্ত হাওড়ায়! মৃত প্রেমিকাকে বিয়ে করে নজির গড়লেন সাগর

ভালোবাসার এমন পরিণতি খুব কমই দেখা যায়। প্রেমিকা প্রাণ ত্যাগ করেছেন আগেই, কিন্তু প্রেমিক তাঁর শেষ ইচ্ছেকে পূরণ...

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...