Thursday, May 22, 2025

১২ আগস্ট মরশুমের প্রথম ডার্বি, কীভাবে কাটবেন টিকিট? রইল আপডেট

Date:

Share post:

১২ আগস্ট মরশুমের প্রথম ডার্বি। ডুরান্ড কাপে ১২ আগস্ট যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এফসি-মোহনবাগান সুপার জায়ান্ট। স্বাধীনতা দিবসের আগেই কলকাতা ডার্বি দেখতে পাবেন ফ্যানরা। তবে কবে কীভাবে পাওয়া যাবে এই ম্যাচের টিকিট? রইল তারই বিবরণ।

শুক্রবার দুপুর তিনটে থেকে পাওয়া যাবে ডার্বি ম্যাচের টিকিট। অনলাইন অ‍্যাপ বুক মাই শোতে পাওয়া যাবে এই টিকিট। এর আগে সিজন টিকিট বিক্রি করা শুরু হয়ে গিয়েছিল। আর এবার ম্যাচ হিসেবে টিকিট কাটা যাবে। শুধুমাত্র ডার্বি নয়, প্রিয় দলের যে কোনও ম্যাচের টিকিটই কাটতে পারবেন সমর্থকরা। বাঙালির কাছে ডার্বি মানেই বিরাট একটা উৎসব। এই ম্যাচ ঘিরেই দুই ভাগে ভাগ হয় বাংলা। ইস্ট-মোহনের লড়াই ঘিরে আবেগ, উদ্দীপনা, উন্মদনা ফুটবলপ্রেমী বাঙালিকে জড়িয়ে রাখে। ৩ আগস্ট থেকে শুরু হচ্ছে ডুরান্ড কাপ। এই বছরের টুর্নামেন্টে শুধু ভারত নয়, প্রতিবেশি দেশ নেপাল, ভুটান ও বাংলাদেশে।

ডুরান্ড কাপের উব্দোধনেও চমক দেখা গিয়েছে কলকাতায়। ফাইনাল ম্যাচও অনুষ্ঠিত হবে কলকাতাতেই। তবে ডার্বি হবে যুবভারতিতে। এছাড়াও ম্যাচ হবে গুয়াহাটিতেও। ইস্টবেঙ্গল, মোহনবাগান ছাড়াও কলকাতার তৃতীয় প্রধান মহামেডান স্পোর্টিংও প্রতি বছরের মতো এই বছরেও অংশ নেবে ডুরান্ড কাপে। তবে শুধু বাংলার তিন বড় ক্লাব নয়, বাকি দলগুলির মধ্যে রয়েছে বেঙ্গালুরু এফসি, মুম্বই সিটি এফসি, কেরালা ব্লাস্টার্স, জামশেদপুর এফসি, ওড়িশা এফসি, নর্থ-ইস্ট ইউনাইটেড, হায়দরাবাদ এফসি, চেন্নাইয়ান এফসি, রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসি, এফসি গোয়া, গোকুলম কেরল এফসি, রাজস্থান ইউনাইটেড, শিলং লাজং, দিল্লি এফসি, বোড়োল্যান্ড এফসি, ইন্ডিয়ান আর্মি ফুটবল টিম, ইন্ডিয়ান এয়ারফোর্স ফুটবল টিম, ইন্ডিয়ান নেভি ফুটবল টিম। এছাড়াও রয়েছে বাংলাদেশ সার্ভিসেস, ভুটান সার্ভিসেস এবং নেপাল সার্ভিসেস। মোট ২৪টি দলকে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এবারের ডুরান্ড কাপ।

এদিকে ১৫ আগস্ট এএফসি কাপের ম্যাচে খেলার কথা ছিল মোহনবাগানের। তবে স্বাধীনতা দিবসের দিনে ম্যাচ খেলার ব্যাপারে আপত্তি তুলেছিল সবুজ-মেরুন। সেই আবেদন শোনা হয়। এএফসি কাপের ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ আগস্ট। আর তার আগেই হবে ডার্বি। আর সেই ঝড়েই এখন থেকেই গা ভাসিয়েছে আপামর বাঙালি।

আরও পড়ুন:এবার বোর্ডের মুখে হরমনপ্রীত, নেওয়া হতে পারে কঠোর ব‍্যবস্থা

spot_img

Related articles

রাজধানীতে বড় হামলার ছক বানচাল পুলিশের! গ্রেফতার দুই ISI এজেন্ট

দিল্লিতে বড় সন্ত্রাসবাদী হামলার ছক বানচাল করল পুলিশ (delhi police)। গোয়েন্দা সংস্থা মারফৎ খবর পেয়ে আনসারুল মিয়ান আনসারি...

শিলনোড়া দিয়ে দুই ছেলেকে থেঁতলে খুনের অভিযোগ! গ্রেফতার মা

চাঞ্চল্যকর ও মর্মান্তিক ঘটনা নদিয়ার করিমপুরে। দুই সন্তানকে শিলনোড়া দিয়ে থেঁতলে খুন করার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। মৃত...

সলমনের নিরাপত্তায় বড়সড় গলদ! দুদিনে দুজনের হানা গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে

নিরাপত্তার বেষ্টনী পেরিয়ে বলিউড ভাইজানের বাড়িতে বাইরের লোকের আনাগোনা! গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের (Galaxy Apartment)নিরাপত্তা বড় প্রশ্নের মুখে। গত কয়েকবছর...

নাচের ছন্দে পা ফেলে ১৭ বছরে ‘মঞ্জুশ্রী-র মুদ্রা’, বিভিন্ন নৃত্য শৈলীতে হল উদযাপন

যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন। বা বলা ভালো যিনি অভিনয় করেন তিনি দাপিয়ে নৃত্যানুষ্ঠান করেন। আর শুধু নাচ...