Monday, August 25, 2025

দ্রাবিড়ের সঙ্গে বৈঠক জয় শাহের, বিশ্বকাপের আগে দলকে বিরাট বার্তা বোর্ড সচিবের

Date:

Share post:

ভারতের সাম্প্রতিক ফলাফল হতাশ করছে সমর্থকদের। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের ক্রিকেট হোক বা টি-২০ সিরিজ। হতাশ হয়েছে ভারতীয় সমর্থরা। আর সূত্রের খবর, এরই প্রেক্ষিতেই ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে আমেরিকায় বৈঠক করেন বিসিসিআই সচিব জয় শাহ। জানা যাচ্ছে, দলের পারফরম্যান্সে মোটেই সন্তুষ্ট নন জয় শাহ। সামনেই দুটো হাইভোল্টেজ টুর্নামেন্ট। প্রথমটি হল এশিয়া কাপ আর দ্বিতীয়টি হল একদিনের ক্রিকেটের বিশ্বকাপ। সেই টুর্নামেন্টে ভালো ফল নজর বিসিসিআইয়ের। সেই নিয়েই দ্রাবিড়ের সঙ্গে জয় শাহ আলোচনা করেন বলে সূত্রের খবর।

জানা গিয়েছে, ব্যক্তিগত সফরে আমেরিকা গিয়েছিলেন জয় শাহ। সেই সময় ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ ম‍্যাচ খেলতে ফ্লোরিডায় ছিল টিম ইন্ডিয়া। সূত্রের খবর, সেই সময় জয় শাহ-র হোটেলেই বৈঠক হয়। প্রায় দু’ঘণ্টা ধরে বৈঠক হয়। যদিও বোর্ডের অন্দরে বলা হচ্ছে এটি একটি সৌজন্যমূলক সাক্ষাৎ। তবে কান পাতলে শোনা যায়, এতটাও সরল বিষয়টি নয় এটি। দু’টি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার আগে দ্রাবিড়ের সঙ্গে দেখা করে নিজের পরিকল্পনা জয় শাহ জানিয়ে দিয়েছেন বলে জানা যাচ্ছে।

সম্প্রতি ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-২০ সিরিজে লজ্জাজনকভাবে হারে ভারতীয় দল। এরপরই দলের পারফরম্যান্স নিয়ে সরব হন প্রাক্তনীরা। কড়া ভাষায় সমালোচনা করেন প্রাক্তন ক্রিকেটার ভেঙ্কটেশ প্রসাদ। বলেন, কখনও কখনও ভারতকে খুব সাধারণ দল মনে হয়।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

spot_img

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...