অভিষেককে নিয়ে গ.দ্দারের উল্টো সুর সঙ্ঘের মুখপত্রে! বি.পাকে বঙ্গ বিজেপি

গত ২৫ সেপ্টেম্বর প্রকাশিত সঙ্ঘের পত্রিকা ‘স্বস্তিকা’-র একটি নিবন্ধ সরাসরি দলবদলু গদ্দার অধিকারী সহ বাংলার বিজেপি নেতাদের মিথ্যাচার নিয়ে সওয়াল করেছে

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘে বা আরএসএস এবার বঙ্গ বিজেপি নেতাদের রাজনৈতিক ভূমিকা নিয়েই বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। গত ২৫ সেপ্টেম্বর প্রকাশিত সঙ্ঘের পত্রিকা ‘স্বস্তিকা’-র একটি নিবন্ধ সরাসরি দলবদলু গদ্দার অধিকারী সহ বাংলার বিজেপি নেতাদের মিথ্যাচার নিয়ে সওয়াল করেছে। সঙ্ঘের মুখপত্রে দাবি, “অনেকের কাছে মূল সমস্যা, অভিষেক কেন জেলের বাইরে? এটা অবান্তর চিন্তা। তদন্তকারীদের মতে গ্রেফতার তদন্তের একটি অংশ। পুরো তদন্ত নয়। মনে হয় এই একমুখী ভাবনা এখানকার বিরোধীদের সত্য থেকে বিচ্ছিন্ন করে রাখছে।” যে সংগঠনের আদর্শ নিয়ে গোটা দেশে বিজেপি দলটা চলে, তারাই যদি এ রাজ্যের নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে, তাহলে জনমানসে তার প্রভাব নিয়েই যথেষ্ট চিন্তিত গেরুয়া শিবির।

খুব তাৎপর্যপূর্ণভাবে এই বিতর্ক এমন একটা সময়ে তৈরি হয়েছে যখন কলকাতায় এসেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। আর এখনই সঙ্ঘের পত্রিকায় এমন একটি নিবন্ধ প্রকাশিত হওয়ায় চরম বিপাকে পড়েছে বঙ্গ বিজেপির ক্ষমতাসীন নেতারা। এক্ষেত্রে গদ্দার অধিকারীর নাম না নেওয়া হলেও লেখার একটি অংশে সরাসরি তাকে তুলোধনা করা হয়েছে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। বিরোধী দলনেতা হতাশায় ভুগছেন বলেও উল্লেখ করা হয়েছে এই নিবন্ধে। লেখা হয়েছে, “ইডি, সিবিআই নিয়ে বিরোধী দলনেতার হতাশাকে মান্যতা দিতেই হবে। তার মানে এই নয় যে, তদন্তকারীরা তদন্ত বন্ধ করে দিয়েছেন বা উঁচুতলার রাজনৈতিক চাপে ভেঙে পড়েছেন। এ সব আজগুবি তত্ত্ব?”

আরও পড়ুন- বিজেপির নেতা মন্ত্রীদেরও বাংলায় আসতে হবে, ধরনা মঞ্চে তো.প সৌগতর

Previous articleআজ কোন কোন ঘটনা ঘটেছিল?
Next article“কানাডার গুপ্তচর সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ যোগ ছিল বাবার”, বিস্ফোরক নিজ্জর পুত্র