Thursday, July 3, 2025

শাহরুখের মন্নতে বেকহ্যাম! মধ্যরাতে বিশেষ পার্টি

Date:

Share post:

তিন দিনের বিশেষ সফরে ভারতে এসেছিলেন ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার ডেভিড বেকহ্যাম (David Beckham)। বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত বনাম নিউজিল্যান্ডের প্রথম সেমিফাইনালে হাজির ছিলেন তারকা। এরপর একাধিক বলিউড (Bollywood ) স্টারের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে তাঁকে। তবে সর্বশেষ চমকটা বাকি রেখেছিলেন শাহরুখ খান(Shahrukh Khan)। বৃহস্পতিবার সন্ধ্যায় জানা যায় রাতে বাদশাহি প্যালেসে আসবেন বেকহ্যাম (David Beckham)। সেইমতো আঁটোসাঁটো করা হয়েছিল নিরাপত্তা। বেশ কয়েকজন বিটাউন সেলিব্রেটির উপস্থিতির কথাও জানা যাচ্ছে। যদিও যেভাবে গোপনীয়তা বজায় রাখা হয়েছিল তাতে মনে করা হচ্ছে ব্যক্তিগত পার্টির আয়োজন করেছিলেন বলিউড বাদশা। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যায় ক্যাজুয়াল পোশাকে চুপিচুপি মন্নতে প্রবেশ করেন বেকহ্যাম।

বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে যখন অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার মধ্যে ফাইনালে যাওয়ার লড়াই চলছিল তখন মুম্বইয়ে গ্র্যান্ড পার্টির আয়োজনের প্রস্তুতি ছিল তুঙ্গে। কারণ সেখানেই বিনোদন আর ফুটবলের দুই পৃথিবীর দেখা হল। ওয়াংখেড়ে স্টেডিয়াম (Wankhede stadium) বয়কট করেছে শাহরুখ খানকে, তাই ফুটবল সুপারস্টারের সঙ্গে বলিউড সুপারস্টারের মুখোমুখি সাক্ষাৎ হল মন্নতে।সেই সময় একাধিক লাক্সারি গাড়ি ঢুকতে দেখা যায় শাহরুখ খানের বাংলোতে। একজন মাঠে দাপিয়ে বেরিয়েছেন। অপরজন বক্স অফিসের বেতাজ বাদশা। দুই কিংবদন্তি (Shah Rukh Khan-David Beckham) এবার এক ছাদের তলায়। শাহরুখের সঙ্গে আলাপচারিতা,গল্পে, রসিকতায় মেতে উঠলেন ইংল্যান্ড ফুটবলের প্রাক্তন তারকা। ইউনিসেফের (UNICEF) ‘গুডউইল অ‌্যাম্বাসাডর’ হিসেবে তিনদিনের জন‌্য ভারত (India Tour) সফরে এসেছিলেন বেকহ্যাম। শুক্রবার ভোররাতেই শহর ছাড়েন তিনি। বুধবার খেলা দেখার পরে সোনম কাপুরের দিওয়ালি পার্টিতেও গেছিলেন। সেখানে অবশ্য শাহরুখ ছিলেন না।

spot_img

Related articles

ইংল্যান্ডের মাটিতে বিধ্বংসী ইনিংসে ইতিহাস তৈরি বৈভবের

ইংল্যান্ডের মাটিতে একদিকে যখন ভারতীয় সিনিয়র দলের ব্যাটারদের চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন ব্রিটিশ বোলাররা। সেই সময়ই অন্যদিকে ১৪...

শুভমনের সেঞ্চুরিতে বড় রানের আশায় ভারত

শুভমন গিলের (Shubman Gill) দাপুটে ইনিংসে ভর করে প্রথম দিনের শেষে ভালো জায়গাতেই ভারতীয় দল। যশস্বী জয়সওয়াল (Yashasvi...

অ্যাপ ক্যাব ভাড়ায় দ্বিগুণ বৃদ্ধির ছাড়পত্র, কেন্দ্রের নতুন নির্দেশিকায় চিন্তায় যাত্রীরা

অ্যাপ ক্যাব সংস্থাগুলির ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে বড়সড় ছাড়পত্র দিল কেন্দ্রীয় সরকার। 'মোটর ভেহিক্যাল এগ্রিগেটর গাইডলাইনস, ২০২৫' নামের নতুন...

ফের সীমান্তে বিএসএফের গুলি! মৃত্যু অজ্ঞাতপরিচয় ব্যক্তির

ফের সীমান্তে গুলির শব্দ, ফের প্রাণ গেল এক যুবকের। মঙ্গলবার গভীর রাতে নদিয়ার কৃষ্ণগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তের গেদে হালদারপাড়ায়...