আন্তর্জাতিক শিশু অধিকার দিবসে বীরপুরুষ-বীরাঙ্গনা পুরস্কার প্রদান!

শিশুরা এই সমাজের ভবিষ্যৎ তাই তাঁদের সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের সকলের। কন্যা সন্তান মানেই একটা সময়ের পর তাঁকে পাত্রস্থ করার চিন্তা ভাবনা থেকে আজ অনেকটা এগিয়ে গেছে সমাজ। তবুও শিশুশ্রম কিংবা শিশুদের অধিকারের বিষয় এখনও পুরোপুরি সচেতন হওয়া যায়নি। পথের ধারের শিশুদের জীবনের সকালটা পায়ে পায়ে অবহেলাতেই শুরু হয়। এই সবকিছুই আমাদের চোখে পড়ে কিন্তু তাও সচেতনভাবে এড়িয়ে যায় তথাকথিত ভদ্র সমাজ। কিন্তু কিছু মানুষ শিশুদের কথা ভেবে তাদের অধিকার সুখ প্রতিষ্ঠিত করতে প্রতিমুহূর্তে লড়াই চালিয়ে যাচ্ছেন। তিনি সমাজকর্মী হতে পারেন আবার সাংবাদিক হিসেবেও মানবিকতার দায়িত্ব তুলে ধরতে পারেন। তাঁদের এই প্রচেষ্টাকে সম্মান জানিয়ে আন্তর্জাতিক শিশু অধিকার দিবস উপলক্ষ্যে বীরপুরুষ এবং বীরাঙ্গনাদের পুরস্কৃত করল পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ।

দিনের শুরু থেকে শেষ একরাশ লড়াইয়ের পরও নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা বা লাভের হিসেব করার জন্য নয় শুধুমাত্র সমাজের সুরক্ষার জন্যই আজ বীরপুরুষ বা বীরাঙ্গনা হয়ে উঠেছেন তাঁরা। দার্জিলিং থেকে সুন্দরবন, কিংবা মহিষাদল থেকে কাকদ্বীপ – জেলা বা শহর বদলে যায় কিন্তু সমাজকে নতুন আশার আলো দেখানোর কাজ যাঁদের প্রত্যেকদিনের জীবনযাত্রার অঙ্গ তাঁদের নিয়েই এবার বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। সুস্থ সমাজকে সাংগঠনিক এবং প্রাতিষ্ঠানিক দিক থেকে আরও উন্নত করতে পুলিশ অফিসাররা ২৪ ঘণ্টা নিরলস কাজ করে চলছেন। ব্রেভারি অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য তো তাঁরাই। নারী ও শিশু বিকাশ সমাজকল্যাণ দফতর, পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে শিশু অধিকারে সমানতালে সহযোগিতা করল ইউনিসেফ (UNICEF )। কলকাতার মোহর কুঞ্জে আজ ৭০০ এরও বেশি মানুষ উপস্থিত হয়েছিলেন এই অনুষ্ঠানে যার মধ্যে শ চারেক শিশুর ঝলমলে উন্মাদনা চোখে পড়ার মতো। প্রতিবছরই আন্তর্জাতিক শিশু অধিকার দিবস পালন করে বাংলার সরকার। তবে এবার নানা কারণে প্রতিবছরের মতো কুড়ি বা একুশে নভেম্বর পালন করা সম্ভব না হলেও আজ ৩০ নভেম্বর এই উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন শিশুশ্রী অ্যাওয়ার্ড পান ১০ জন সাংবাদিক। পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ চাইল্ড কেয়ার ইনস্টিটিউটগুলিকেও পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী ডক্টর শশী পাঁজা। শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন সুদেষ্ণা রায়, উপদেষ্টা অনন্যা চক্রবর্তী, গায়ক সৌমিত্র রায় সহ অন্যান্য বিশিষ্টরা।

Previous articleরঙের অজুহাতে স্বাস্থ্য মিশনের বরাদ্দ ব.ন্ধ কেন্দ্রের! দ্রুত মেটাতে মোদিকে চিঠি মমতার
Next articleপ্রতিবাদী আহেদ তামিমিকে মুক্তি ইজরায়েলের, বাড়ল যুদ্ধ বিরতির মেয়াদ