Saturday, January 10, 2026

রবিবার পৈলানে প্রবীণ নাগরিকদের ‘শ্রদ্ধার্ঘ্য’ অভিষেকের

Date:

Share post:

প্রবীণ নাগরিকদের শ্রদ্ধা-সম্মান জানাবেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৭ তারিখ বিষ্ণুপুরের পৈলান যুবসংঘের মাঠে বিকেল ৩টেয় নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের প্রবীণ নাগরিকদের শ্রদ্ধার্ঘ্য জানাবেন স্থানীয় সাংসদ। রয়েছে একাধিক কর্মসূচি।

পৈলানের ওই সভা থেকে প্রবীণ নাগরিকদের সম্মান জানানো হবে। সেই কারণেই এই অনুষ্ঠানের নাম ‘শ্রদ্ধার্ঘ্য’। সোশ্যাল মিডিয়ায় অনুষ্ঠানের কথা জানান খোদ ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক।

বার্ধক্য ভাতা পাওয়া নিয়ে কিছু সমস্যা হয়। ৬০ বছরের উর্ধ্বে বহু প্রবীণ মানুষ আবেদন করলেও কেউ কেউ টাকা পাচ্ছেন না বলে অভিযোগ। গত ডিসেম্বরেই অভিষেক জানান, “গত এক-দেড় মাস ধরে আমি ডায়মন্ড হারবার লোকসভা এলাকার প্রশাসনের কাছে খবর নিয়ে জেনেছি ৭০ হাজার মানুষ দুয়ারে সরকার শিবিরে নতুন করে বার্ধক্য ভাতা পাওয়ার জন্য নাম লিখিয়েছেন। তাঁদের আমরা আমাদের সাধ্যমতো বার্ধক্য ভাতা দেব। সরকার যবে দেবে দিক।“

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, “আগামী বছরের ১ জানুয়ারি থেকে আমাদের সাধ্য মতো বার্ধক্য ভাতা পৌঁছে দেব। ডায়মন্ড হারবার লোকসভায় এক থেকে দেড় লক্ষ তৃণমূল কর্মী রয়েছেন। তাঁদের থেকে সাহায্য নিয়ে বার্ধক্যভাতা দেওয়া হবে। এটাই ডায়মন্ড হারবার মডেল।” কারা টাকা পাচ্ছেন না, তা খতিয়ে দেখতে সাংসদের নির্দেশে ২০৩টি ক্যাম্পও করা হয়।

আগামী রবিবার পৈলানে সভার বিষয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেন অভিষেক (Abhishek Banerjee)। কর্মসূচির নাম উল্লেখ করে লেখেন, ডায়মন্ড হারবারের প্রবীণ নাগরিকদের ‘শ্রদ্ধার্ঘ্য’।

spot_img

Related articles

৩১ মার্চের মধ্যে খাদানের কাজ শুরু, ২৫ হাজার কর্মসংস্থান: আশ্বাস অভিষেকের, ডিজি মাইনিং-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

বাঁকুড়া জেলার পাথর খাদান এলাকায় দাঁড়িয়ে বিপুল কর্মসংস্থানের আশ্বাস দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

মোদি রাজ্যে অমিতাভকে হেনস্থা! ভিডিও ভাইরাল সমাজমাধ্যমে 

নরেন্দ্র মোদি - অমিত শাহের গুজরাটে আক্রান্ত বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)!সুরাটে ‘ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ’-এর (indian...

ইরানে ইন্টারনেট থেকে ল্যান্ডলাইন বন্ধ করেও আন্দোলন থামেনি: ইঙ্গিত, ফিরছেন পাহলভি

ইরানে খামেনেই প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত। দেশের আর্থিক সংকট, মূল্যবৃদ্ধি ও পর্যাপ্ত সরকারি পরিষেবা না মেলার প্রতিবাদে পথে...

ভারতকে চাপে ফেলতে গিয়ে বেসামাল বাংলাদেশ, বোর্ডের বিরুদ্ধে সরব ক্রিকেটাররা

বিশ্বকাপ শুরু হতে একমাসও বাকি নেই। ভারতকে চাপে ফেলতে গিয়ে বাংলাদেশ ক্রিকেটেই(Bangladesh Cricket) গৃহযুদ্ধ।  বাংলাদেশের ক্রিকেটাররা এখনও জানেন...