নিউজক্লিক কর্তাকে সরকারী সাক্ষী হওয়ার অনুমতি আদালতের

অনলাইন নিউজ পোর্টাল নিউজক্লিকের এইচ আর দফতরের প্রধান অমিত চক্রবর্তীকে রাজসাক্ষী হওয়ার আবেদনে অনুমতি দিল দিল্লির এক আদালত। পাশাপাশি পাটিয়ালা হাউস কোর্টের অতিরিক্ত দায়রা বিচারক হরদীপ কৌর তাকে এই বিষয়ে ক্ষমা মঞ্জুর করেছেন। প্রসঙ্গত, অর্থের বিনিময়ে একাধিক চিনা সংস্থার হয়ে প্রচার চালানোর অভিযোগ উঠেছে নিউজক্লিকের বিরুদ্ধে। সংস্থার প্রতিষ্ঠাতা ও সম্পাদক প্রবীর পুরকায়স্থকে ইউএপিএ ধারায় গ্রেফতার করেছে দিল্লি পুলিশের সন্ত্রাসদমন শাখা। পাশাপাশি গ্রেফতার হয়েছেন অমিত চক্রবর্তীও।

এরপরই গত মাসের শুরুতে বিচারপতি হরদীপ কাউরের কাছে রাজসাক্ষী হওয়ার আবেদন জানান অমিত। এইসঙ্গে দাবি করেন, তাঁর কাছে এই মামলার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ রয়েছে। একমাত্র রাজসাক্ষী হলেই ওই বিষয়ে পুলিশকে জানাবেন তিনি। গত ১ অক্টোবর নিউজক্লিকের দফতর ও প্রায় ৩০ জন সাংবাদিকের বাড়িতে তল্লাশি চালায় ইডি। সেই রাতেই গ্রেফতার করা হয় প্রবীর ও অমিতকে। এরপরই নিউজক্লিকের তরফে পেশ করা এক বিবৃতিতে দাবি করা হয়, ‘কারও কথায় খবর করি না। কারও হয়ে খবর করি না। চিন বা নেভিল সিঙ্ঘমের কথাতেও না।’ যদিও সেই দাবি মানা হয়নি। অক্টোবর মাসেই এই ঘটনার তদন্তভার নিয়েছে সিবিআই।

আরও পড়ুন- বাংলাদেশের ভোট নিয়ে অসন্তোষ প্রকাশ ব্রিটেন ও আমেরিকার, মন্তব্যে নারাজ নির্বাচন কমিশন

Previous articleরাশিদ খানের প্র.য়াণে শোকবার্তা রাষ্ট্রপতি-উপরাষ্ট্রপতির, শোক প্রকাশ খাড়গেরও
Next articleউস্তাদ রাশিদ খানের প্রয়াণে শোকস্তব্ধ মমতা, পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ