ভারতীয় দলে সুযোগ পেয়ে কী বললেন ধ্রব জুড়েল?

ভারতীয় দলে সুযোগ পেয়ে ধ্রুব লেখেন, “আনন্দের জল আমার চোখে।” ভারতের ঘোষণা করা ১৬ জনের দলে তিন জন উইকেটরক্ষককে নেওয়া হয়েছে।

গতকালই ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের প্রথম দুই টেস্টের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই। রোহিত শর্মা, বিরাট কোহলি-সহ দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ় খেলা বেশির ভাগ ক্রিকেটারই সেই দলে রয়েছেন। তবে রাখা হল না ঈশান কিষাণকে। ভারতীয় দলে নতুন উইকেটকিপার হিসেবে নেওয়া হয়েছে উত্তরপ্রদেশের ধ্রুব জুড়েলকে। ঘরোয়া ক্রিকেট খেলেই উঠে এসেছেন তিনি।আর ভারতীয় দলে সুযোগ পেয়ে আনন্দের কেঁদে ফেললেন তিনি। সেকথা সোশ্যাল মিডিয়ায় নিজেই জানান ধ্রুব।

ভারতীয় দলে সুযোগ পেয়ে ধ্রুব লেখেন, “আনন্দের জল আমার চোখে।” ভারতের ঘোষণা করা ১৬ জনের দলে তিন জন উইকেটরক্ষককে নেওয়া হয়েছে। লোকেশ রাহুল এবং শ্রীকর ভরতের সঙ্গে দলে রাখা হয়েছে ধ্রুবকে।গতবারের আইপিএলে নজর কেড়েছিলেন ধ্রুব। রাজস্থান রয়্যালসের এই ক্রিকেটার ফিনিশার হিসাবে বেশ কিছু ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। এদিকে চোটের কারণে প্রথম দুই টেস্টের দলে নেই মহম্মদ শামি।

এদিকে নির্বাচকেরা ভাল চোখে না দেখলেও ইংল্যান্ড সিরিজে দলে নেওয়া হয়েছে শ্রেয়স আইয়রকে। তিনি দক্ষিণ আফ্রিকা সিরিজে ভাল খেলেননি। কিন্তু দেশে ফিরে ঈশানের মতো অবসর যাপন না করে তিনি রঞ্জি খেলতে নেমে পড়েছেন। শুক্রবার মুম্বইয়ের হয়ে অর্ধশতরানও করেছেন। তারই পুরস্কার রাতে পেলেন বলে মনে করা হচ্ছে। তবে চোট কাটিয়ে সুস্থ হয়ে ফিরতে পারলেন না মহম্মদ শামি। বিশ্বকাপের পর থেকেই তিনি কোন সিরিজে নেই। ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি তিনটি টেস্টে ফিরে আসতে পারেন কি না সেটাই দেখার।

পুরো দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), কেএস ভরত (উইকেটকিপার), ধ্রুব জুড়েল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, যশপ্রীত বুমরাহ (সহ-অধিনায়ক) এবং আবেশ খান।

আরও পড়ুন- ভিসা পেলেন হাবাস, ডার্বি ম্যাচে ডাগ আউটে দেখা যেতে পারে বাগান কোচকে : সূত্র