মৃত্যু মুখ থেকে ফিরে মুখ খুললেন ময়ঙ্ক আগরওয়াল

ময়ঙ্ক আগরওয়াল গতকাল হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তাঁকে নিয়ে প্রার্থনা শুরু করে দিয়েছিলেন সমর্থকরা। ময়ঙ্কের ম্যানেজার একটি অভিযোগ দায়ের করেন স্থানীয় থানায়। কী করে বিমানে জলের বোতলে অ্যাসিড এল সেই প্রশ্ন উঠতে থাকে। বিমান সংস্থা ইন্ডিগোর দিকে আঙুল তুলতে থাকেন অনেকে। সেই থেকে ময়ঙ্ক আগরতলার বেসরকারি হাসপাতালে ভর্তি। এবার তিনি নিজের অবস্থার কথা জানালেন।

ভুল করে জলের বদলে অ্যাসিড খাওয়ার পর অবশেষে নিজের ছবি শেয়ার করলেন ময়ঙ্ক আগরওয়াল। তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের পোস্ট শেযার করেন। গতবার আগরতলা থেকে দিল্লিতে ফেরার সময় বিমানে তিনি অসুস্থ হয়ে পড়েন। তারপর থেকে তিনি রয়েছে আগরতলার একটি বেসরকারি হাসপাতালে। সেখান থেকে তিনি নিজের একটা ছবি পোস্ট করলেন। জানা গিয়েছে শীঘ্রই তাঁকে ছাড়া হবে।ইন্সটাগ্রামে নিজের দুটো ছবি পোস্ট করেন তিনি। যেখানে দেখা যায় তিনি হাসপাতালে বেডে শুয়ে আছেন ও থাম্বস আপ দেখাচ্ছেন। তাঁর ঠোঁট ফুলে রয়েছে। তিনি ক্যাপশনে লেখেন, ‘আমি এখন ভালো আছি। কামব্যাকের জন্য তৈরি হচ্ছি। প্রার্থনা, ভালোবাসা ও পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।’

Previous articleযাদবপুরের বিশেষভাবে সক্ষম ছাত্রীর মৃত্যুর তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন
Next articleহেমন্তকে জিজ্ঞাসাবাদের মধ্যেই ‘আজব’ দাবি বিজেপির! মুখ্যমন্ত্রীর ‘পাল্টা চালে’ বড় চাপে ইডি