বুধবার রাত থেকেই রাজ্যে ফের শুরু বৃষ্টি, জেনে দিন আপডেট

বুধবার সরস্বতী পুজোর দিন রাত থেকেই একাধিক জেলায় হালকা-মাঝারি, বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। এরপরের দিনও বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে অফিস। আসুন এক নজরে জেনে নেওয়া যাক আবহাওয়া দফতরের ওয়েবসাইটের আপডেট অনুযায়ী, কবে কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে।

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় তথা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। কোনও জেলায় সতর্কতা জারি করা হয়নি। পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

আরও পড়ুন- বেনজির: লোকসভা ভোটে জম্মু-কাশ্মীরের থেকেও বাংলায় বেশি কেন্দ্রীয় বাহিনী চায় নির্বাচন কমিশন!

Previous articleবেনজির: লোকসভা ভোটে জম্মু-কাশ্মীরের থেকেও বাংলায় বেশি কেন্দ্রীয় বাহিনী চায় নির্বাচন কমিশন!
Next articleপটাশপুরে নারকীয় ঘটনা, প্রেমদিবসে স্ত্রীর কাটা মুন্ডু নিয়ে এলাকা দাপাল যুবক