ফরাক্কা ব্যারেজে পণ্যবাহী ট্রাকে আগুন! ঘন্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে 

বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের পর এবার ফরাক্কা (Farakka)। একই দিনে পৃথক দুর্ঘটনায় থমকাল যান চলাচল। বুধবার সকালে ফরাক্কা ব্যারেজের ৪৮ নম্বর গেটের কাছে একটি পণ্যবাহী ট্রাকে আচমকাই আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডের জেরে দাউ দাউ করে জ্বলতে থাকে ট্রাকটি। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করছে বিশাল পুলিশবাহিনী, কেন্দ্রীয় বাহিনী এবং দমকলের একাধিক ইঞ্জিন। দুর্ঘটনার জেরে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে ফরাক্কা ব্যারেজে (Farakka Barage)। পাশাপাশি উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সড়কপথে যোগাযোগব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বলে খবল। বিঘ্নিত হয়েছে রেল চলাচলও।

প্রত্যক্ষদর্শীদের মতে, বুধবার উত্তরবঙ্গে যাওয়ার পথে একটি পণ্য পরিবাহী একটি ট্রাকে আগুন লেগে যায়। দুর্ঘটনার জেরে গোটা ব্যারেজ তীব্র যানজট সৃষ্টি হয়। এদিকে দুর্ঘটনার জেরে ব্রিজের উপর আটকে পড়ে একাধিক গাড়ি। তবে শেষ পাওয়া খবর, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে। ট্রাকটিকে ব্যারেজের উপর থেকে দ্রুত সরিয়ে, যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে।


Previous articleভোট বঙ্গে কর্পোরেট প্রচার পরিকল্পনায় বিরোধীদের ১০ গোল তৃণমূলের
Next articleদমকা হাওয়ায় ভাঙল ৪৯ কোটি টাকার নির্মীয়মান সেতু! চাঞ্চল্য তেলেঙ্গানায়