বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগে লাক্স শ্যাম কলকাতা টাইগার্স ৬ উইকেটে জয়ী

এলএসকেটির পক্ষে করণ লাল ও সায়ান ঘোষ ২টি করে উইকেট নেন

বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগে ইডেন গার্ডেনে লাক্স শ্যাম কলকাতা টাইগার্স (এলএসকেটি) টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। শ্রাচি রাঢ় টাইগার্স (এসআরটি) ৯ উইকেট হারিয়ে ১১৭ রান করে। অয়ন গুপ্তা ২১ বলে দ্রুত ৩৫ রান করেন এবং শাহবাজ আহমেদ ৩১ রান করেন।

এলএসকেটির পক্ষে করণ লাল ও সায়ান ঘোষ ২টি করে উইকেট নেন। ১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এলএসকেটি ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। অভিষেক পোড়েল ৪৩ বলে ৫০ রান করেন। তিনি সর্বোচ্চ স্কোরার ছিলেন এবং করণ লাল ৩৮ রান করেন। এসআরটির হয়ে প্রদীপ্ত প্রামাণিক নেন ২ উইকেট।

প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন করণ লাল।