Monday, November 17, 2025

আর জি কর কাণ্ডে সিবিআই তলবের মুখে ৪ পিজিটি, প্রাক্তন সুপার, নার্সিং ইনচার্জ!

Date:

Share post:

আর জি কর হাসপাতালে (RG Kar Hospital) চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্তে নেমে এবার চেস্ট বিভাগের চারজন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনির বয়ান নিতে তদের তলব করেছে সিবিআই। আজ, শুক্রবারই তাঁদের ডাকা হয়েছে। সিবিআই সূত্রে খবর, ওই চারজনের মধ্যে ২ জন পিজিটি গত ৮ অগাস্ট ঘটনার রাতে ডিউটিতে ছিলেন। এদিকে, প্রাক্তন সুপার, বর্তমান প্রিন্সিপাল-সহ নার্সিং ইনচার্জ ও বিভিন্ন বিভাগের প্রধানদের শুক্রবারও তলব করল সিবিআই।

রাতের দখলের দিন আর জি করে (RG Kar Hospital) তাণ্ডবের পর সিবিআই টিম ইতিমধেই হাসপাতালে গিয়ে ঘটনাস্থল ঘুরে দেখেছে। হামলার সঙ্গে চিকিৎসক ধর্ষণ-খুনের কোনও যোগ আছে কিনা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। এছাড়াও যেখানে ডাক্তারি ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয়েছে, সেই সেমিনার রুমের কোনও ক্ষতি করা হয়েছে কিনা বা সেরকমই কিছু উদ্দেশ্য ছিল কিনা, তাও জানার চেষ্টা করছে কেন্দ্রীয় এজেন্সি। সেই সঙ্গে CBI আরও জানতে চাইছে, যে সেমিনার রুমে চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়েছিল, সেখানেই কি তাঁকে খুন ও ধর্ষণ করা হয়েছিল? নাকি অন্যত্র খুন করে, সেমিনার রুমে মৃতদেহ এনে রাখা হয়েছিল?

সুপারিনটেন্ডেন্ট চেস্ট মেডিসিন বিভাগের প্রধান এবং আরও একজন চিকিৎসককে সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। ঘটনার পর থেকে কোন পথে এগিয়েছিল তদন্ত, সে বিষয়ে জানাতে টালা থানার ওসি এবং কলকাতা পুলিশের হোমিসাইড শাখার ৩ অফিসারও সিজিও কমপ্লেক্সে যান। পাশাপাশি, আর জি কর মেডিক্যাল কলেজের ৮ জন পড়ুয়া-চিকিৎসককেও জিজ্ঞাসাবাদ করে সিবিআই। ৮ জনের মধ্যে সেই চারজনও ছিলেন, মৃত্যুর আগে যাঁদের সঙ্গে রাতে খাবার খেয়েছিলেন নিহত চিকিৎসক।

অন্যদিকে অপসারিত MSVP থেকে ৮ জন ডাক্তারি পড়ুয়াকে ডেকে জিজ্ঞাসাবাদও করেছে সিবিআই। নিহতের বাড়িতেও যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। নিহতের বাবা জানিয়েছেন, সিবিআই তাঁদের বলেছে, এখনও পর্যন্ত যে তথ্য প্রমাণ হাতে পেয়েছে, তাতে দোষীর শাস্তি হবেই।

আরও পড়ুন:আর জি কর কাণ্ডে মৃতা চিকিৎসকের ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা কলকাতা হাইকোর্টের

 

spot_img

Related articles

গণহত্যার নির্দেশ দিইনি: মৃত্যুদণ্ডের নির্দেশ রাজনৈতিক উদ্দেশ্যমূলক, বিবৃতি হাসিনার

জুলাই গণঅভ্যুত্থানে যে হত্যা হয়েছিল তার নির্দেশ তিনি দেননি, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ের পরে বিবৃতি পেশ প্রাক্তন...

ইরানের চ্যাম্পিয়নদের হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে যাত্রা শুরু লাল হলুদের মহিলা ব্রিগেডের

এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগে ইরানের ক্লাব বাম খাতুনের বিরুদ্ধে ৩-১ গোলে জয়ী ইস্টবেঙ্গল(East Bengal)। লাল-হলুদ ব্রিগেডের হয়ে গোল...

তলানিতে নারী নিরাপত্তা! দিল্লিতে স্টেশনের কাছে মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার

বিজেপিশাসিত রাজ্য। কেন্দ্রের অধীন আইনশৃঙ্খলা। আর সেখানে তলানিতে নারী নিরাপত্তা। উত্তর-পশ্চিম দিল্লির (Delhi) আদর্শ নগর রেলস্টেশনের কাছে উদ্ধার...

নাগেরবাজারে গাছে ঝুলন্ত দেহ! SIR আতঙ্কে আত্মহত্যার অভিযোগ পরিবারের

ফের SIR আতঙ্কে মৃত্যু! এবার দমদমে SIR আতঙ্কে মৃতের নাম বৈদ্যনাথ হাজরা । দক্ষিণ দমদম (South Dumdum) পুরসভার...